X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘রোহিঙ্গা এসেছে চার লাখ ২৪ হাজার, নিবন্ধিত হয়েছে ৫৫৭৫ জন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০

কক্সবাজারে এখন পর্যন্ত (২৫ আগস্ট-২০ সেপ্টেম্বর) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার। এর মধ্যে এখন পর্যন্ত বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে ৫ হাজার ৫৭৫ জনের, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রোহিঙ্গা ক্যাম্পে চলছে নিবন্ধন (ছবি: ফোকাস বাংলা) ত্রাণমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আগামী ২ মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হবে। এজন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদফতরের অধীনে সেনাবাহিনী কাজ করছে।’

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কক্সবাজারে প্রতিদিন ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থীদের খাবার দিচ্ছে তুরস্ক। এছাড়া জেলা প্রশাসন ১ লাখ ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাওয়াচ্ছে ২ লাখ ৬০ হাজার শরণার্থীকে।’ এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ২৮ মিলিয়ন, সৌদি ১৫ মিলিয়ন, জাতিসংঘ ৭৭ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিছে। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ এবং সংস্থা ত্রাণ সামগ্রী দিচ্ছে, বলেও জানান মন্ত্রী।

মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মায়া (ফাইল ছবি) বর্তমানে ১৪টি ক্যাম্পে রোহিঙ্গারা বসবাস করছে জানিয়ে মায়া বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৫০০ মেট্রিক টন জিআর চাল, ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৬টি মেডিক্যাল টিম কাজ সেখানে কাজ করছে।’

মন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৩ জন সিনিয়র সহকারী সচিব, ৮ জন উপ সচিব শরণার্থী কার্যক্রমের জন্য কক্সবাজারে মাঠ পর্যায়ে কাজ করছেন। এখন পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ২৫০ মেট্রিক টন চাল, ২০ মেট্রিক টন আটাসহ অন্যান্য ত্রাণ পাওয়া গেছে। এছাড়াও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী ৪ মাস চার লাখ পরিবারের খাবার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

/এসআই/এমও/
সম্পর্কিত
ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করেছেন রোহিঙ্গারা, ৩২ জন আটক
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের ‘দেশভাবনা’
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
কান উৎসব ২০২৪বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
টিআরপি নির্ধারণ শুরু হবে কবে?
টিআরপি নির্ধারণ শুরু হবে কবে?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির