X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

খাল উদ্ধারে গিয়ে দেখি ইয়াজউদ্দিনের স্ত্রীর নামে বরাদ্দ: নৌমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ১৩:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৪:০৪

বাপা আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন নৌমন্ত্রী রাজধানীর দখল হওয়া খাল উদ্ধার করতে গিয়ে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের স্ত্রীর নামে খাল বরাদ্দ দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘ঢাকার ৫৬ খালের কোনও অস্তিত্ব নেই। আমরা খাল উদ্ধার অভিযান শুরু করেছিলাম। পরে খাল উদ্ধার করতে গিয়ে দেখি, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের স্ত্রীর নামে খাল বরাদ্দ দেওয়া হয়েছে।’
বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীকে ট্যানারি বর্জ্যের দূষণ থেকে রক্ষায় করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকটি আয়োজন করে বাপা। এতে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী বলেন, ‘আগে ঢাকার আশপাশের খাল উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দিত, আমাদের দিকে ঢিল ছুঁড়ত। এখন আর তা করে না। কারণ মানুষ সচেতন হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘খাল উদ্ধার আমার কাজ না। তারপরও আমি নিজে রামচন্দ্রপুর ও কল্যাণপুর খাল উদ্ধার করেছি। শিল্প মালিকদের মানসিকতার মধ্যে রয়েছে নদী দখল, নদীতে ময়লা ফেলা, দূষণ করা। বুড়িগঙ্গা দূষিত হয়েছে, এখন ধলেশ্বরী দূষিত হচ্ছে। এসব মানসিকতা পরিবর্তন করতে হবে। মালিকদের মানসিকতা পরিবর্তনে বাধ্য করেছেন হাইকোর্ট।’
দেশের ৩৪০০ কিলোমিটার নদীর কোনও গতিপথ ছিল না উল্লেখ করে শাহজাহান খান বলেন, ‘আমি ১৩০০ কিলোমিটার নদীপথ সচল করেছি। ঢাকার চারপাশে ৩০০ একর জমি উদ্ধার করেছি।’ তিনি আরও বলেন, ‘ব্রিটেন-চীন-কোরিয়ার নদীতেও একসময় দূষণ হতো। তারা অনেক চেষ্টা করে এসব নদীতে দূষণের হাত থেকে রক্ষা করেছে। চেষ্টা করলে আমরাও পারব। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা নদীর পাড়সহ সব জায়গায় প্রচারণা চালিয়েছি। তারা এখন অনেক সচেতন।’
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ট্যানারি শিল্প আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে। কিন্তু তাই বলে এই শিল্পের কারণে কোটি কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব না। মানুষকে ও নদীকে দূষণের মুখে ঠেলে দিয়ে শিল্প টিকিয়ে রাখতে হবে— এমন মানসিকতা পরিহার করতে হবে।
আরও পড়ুন-
কুয়াশায় শাহজালালে শিডিউল বিপর্যয়
ঢাকার বস্তির ৭০ ভাগ মানুষই জলবায়ু উদ্বাস্তু

/এসও/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈমানবিহীন ভালো কাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য
ঈমানবিহীন ভালো কাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য
পেট্রল বোমা মেরে ৮ বাসযাত্রীকে হত্যা: সাবেক কাউন্সিলর গ্রেফতার
পেট্রল বোমা মেরে ৮ বাসযাত্রীকে হত্যা: সাবেক কাউন্সিলর গ্রেফতার
বগুড়ায় আ.লীগ-জাসদ-জাপা কার্যালয় ভাঙচুর
বগুড়ায় আ.লীগ-জাসদ-জাপা কার্যালয় ভাঙচুর
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পিঠা খেয়েছেন আগে?
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পিঠা খেয়েছেন আগে?