X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে জমিয়তের নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ২০:০৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২০:০৮

মুফতি ওয়াক্কাসের নেতৃত্বাধীন জমিয়তের জাতীয় কনভেশন ২০১৮ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে বহিষ্কারের একদিন পর মুফতি ওয়াক্কাস  ১২১ সদস্যের কমিটি গঠন করেছেন।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে মুফতি ওয়াক্কাসের নেতৃত্বাধীন অংশ প্রেসক্লাবে জাতীয় সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠন করেন। এর আগে বুধবার (১০ জানুয়ারি) পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্য দিয়ে চূড়ান্তভাবে ভেঙে যায় বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম। বুধবার বিকালে দলটির মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী অংশের নেতারা দলের নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাসকে বহিষ্কার করেন।

বৃহস্পতিবার মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে সভাপতি ও মুফতি শেখ মুজিবুর রহমানকে মহাসচিব করে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

সম্মেলনে মুফতি ওয়াক্কাস বলেন, ‘জমিয়তের ইতিহাসে আত্মত্যাগের ইতিহাসে অনেক। অনেকেই জমিয়তের কাণ্ডারী সেজে নেতাকর্মীদের বিভ্রান্ত করেছেন। এসব বিভ্রান্তকারীরা আমার পদবী প্রসঙ্গে যেসব কথা বলেছে, তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। ইসলামের কোনও আদর্শ বিলীন করে কাজ করার জন্য জমিয়ত সৃষ্টি হয় নাই। যে কোনও মূল্যে জমিয়ত নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে জমিয়তের ঐতিহ্য প্রতিষ্ঠা করতে হবে।’
মুফতি ওয়াক্কাস আগামী ৩১ মার্চ ঢাকায় জমিয়তের জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেন। তার আগে সব জেলা ও বিভাগে সম্মেলন করে কমিটি গঠন, আগামী এক সপ্তাহের মধ্যে এসব কর্মসূচি প্রণয়ন চূড়ান্ত করার আহ্বান জানান তিনি।

নবনির্বাচিত মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান বলেন, ‘অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে যারা জমিয়তকে কলুষিত করেছেন, তৃণমূল পর্যায়ে জমিয়তের ভিত্তিকে মজবুত করে তাদের সমুচিত জবাব দিতে হবে।’ সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী বলেন, ‘হাক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে জমিয়তের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে জমিয়তকে প্রকৃত ধারায় ফিরিয়ে আনা হবে।’

সম্মেলনে ঘোষিত কমিটির নেতারা হলেন- সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সহ-সভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহকারী মহাসচিব মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজি, মাওলানা কেফায়েতুল্লাহ, মুফতি জাকির হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, মুফতি সুলতান আহমদ, প্রচার সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হালীম বিন হারুন, যুব বিষয়ক সম্পাদক মুফতি রেদওয়াননুল বারী সিরাজী, ছাত্র বিষয়ক সম্পাদক তোফায়েল গাজালি।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড