X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বৈধতা পাচ্ছে উবার-পাঠাও, নীতিমালার খসড়ায় অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৪:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৫:১১

উবার ও পাঠাও অবশেষে বৈধতা পাচ্ছে ঢাকায় স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবার-পাঠাও-এর মতো সার্ভিসগুলো। এজন্য রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘রাইডশেয়ারিং বিষয়টি আইনি কাঠামোর মধ্যে আনা হয়েছে। এই নীতিমালায় ৮টি অনুচ্ছেদ এবং ১১টি শর্ত যুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী নতুন গাড়ি রাইড শেয়ারিং সার্ভিসে দেওয়া যাবে না। তবে এক বছর ব্যক্তিগতকাজে ব্যবহার করার পর গাড়ি অ্যাপসভিত্তিক বিভিন্ন সার্ভিসে দেওয়া যাবে। আর সরকারের ট্যাক্সিক্যাব আইন-২০১০ অনুযায়ী ভাড়া নির্ধারণ করতে হবে।’

সভা সূত্রে জানা যায়, আলোচনার এক পর্যায়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘যাত্রীরা যদি গাড়িতে উঠে মালিক ও চালক সম্পর্কে তথ্য জানতে চান, তাহলে অ্যাপসের মাধ্যমেই যাতে জানতে পারেন সেই ব্যবস্থা রাখতে পারলে ভালো হবে। অর্থাৎ অ্যাপসেই গাড়ির মালিক ও চালক সম্পর্কে বিস্তারিত তথ্য রাখার ব্যবস্থা করতে হবে। যদি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে উদ্যোগ নেয় তাহলে আইসিটি মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।’

মন্ত্রিপরিষদ সভা (ছবি: ফোকাস বাংলা) এসব আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তফা জব্বারের প্রস্তাবে সায় দেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেন।

নীতিমালায় যে ১১টি শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো:

১. কোম্পানিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) থেকে তালিকাভুক্তির সনদ নিতে হবে।

২. অ্যাপসের মালিককে টিআইএনধারী হতে হবে এবং নিয়মিত ভ্যাট পরিশোধ করতে হবে। আর কোম্পানি হলে জয়েন্ট স্টক থেকে কোম্পানির রেজিস্ট্রেশন নিতে হবে।

৩. নিজস্ব অফিস থাকতে হবে।

৪. ঢাকায় সেবা দেওয়ার জন্য কমপক্ষে ১০০, চট্টগ্রামে ৫০টি এবং অন্য জেলা শহরে ২০টি গাড়ি থাকতে হবে।

৫. গাড়িগুলোর বিআরটিএ থেকে ট্যাক্স পরিশোধ ও রুট পারমিট আপডেট থাকতে হবে।

৬. মালিক ও চালকের মধ্যে একটি সমঝোতা চুক্তি থাকতে হবে।

৭. স্ট্যান্ডছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না।

৮. বিআরটিএর ওয়েবসাইটে এই সেবাদানকারী প্রতিষ্ঠান, মালিক ও চালকের বিষয়ে বিস্তারিত তথ্য থাকতে হবে।

৯. তালিকাভুক্তির জন্য আবেদনের সঙ্গে এক লাখ টাকাসহ অন্যান্য ফি জমা দিতে হবে। তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। পরে এটি নবায়ন করতে হবে। নবায়ন ফি হবে ১০ হাজার টাকা।

১০. মালিক ও চালকের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করা যাবে।

১১. শৃঙ্খলাভঙ্গের দায়ে তালিকাভুক্তির সনদ বাতিলসহ প্রচলিত আইনে মামলা করা যাবে।

এই শর্তগুলো মোটরসাইকেল ও মোটরযান উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকের সভায় ভোলার ভেদুরিয়ায় গ্যাসক্ষেত্র পাওয়ার বিষয়টি জানানো হয়। এটি দেশের ২৭ তম গ্যাসক্ষেত্র। সেখানে ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুদ আছে।’

আরও পড়ুন:
ডিএনসিসির নির্বাচন হওয়া নিয়ে জনমনে শঙ্কা আছে: রিজভী

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ