X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নেপালে বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশির সংখ্যা ২৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৬:৪৫আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৭:০০

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের লাশ

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা ২৬ জন বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।  তারা জানিয়েছে, এ ঘটনায় আহত বাংলাদেশির সংখ্যা ১০ জন।  তারা নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৩ মার্চ)  বারিধারায় করপোরেট অফিসে  ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় এপর্যন্ত  নিহত বাংলাদেশির সংখ্যা ২৬ জন। আহত ১০ জন নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  পাইলট, কো-পাইলট ও কেবিন ক্রু কেউ বেঁচে নেই। ’

তিনি আরও বলেন, ‘আহতদের পরিচয় জানা গেছে।  এর মধ্যে ইয়াকুব আলী নেপালের নরভিক হাসপাতাল, রেজওয়ানুল হক ওএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন বাকি আটজন। তারা হলেন— ইমরানা কবির হাসি, শাহরিন আহমেদ, রাশেদ রুবায়েত, আলমুন নাহার অ্যানি, মেহেদি হাসান, সৈয়দা কামরুন্নাহার, মো. কবির হোসেন ও শাহিন বেপারী।’
নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত ১০ বাংলাদেশির নাম কামরুল ইসলাম বলেন, ‘কাঠমান্ডুতে আমাদের প্রতিনিধি দল নেপালে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তারা আহতদের দেখতে হাসপাতালগুলোতে যান।  হাসপাতাল পরিদর্শন শেষে তারা আমাদের ঢাকা অফিসে  এই তালিকা পাঠিয়েছে।’

প্রসঙ্গত, সোমবার (১২ মার্চ) চার জন ক্রু ও ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়।  অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়।  নেপালের সেনা সূত্রে জানা গেছে,  এই ঘটনায় উড়োজাহাজের পাইলট, ক্রু এবং যাত্রীসহ মোট ৫০ জন নিহত হয়েছেন ।

 

/এসও/এআর/ এপিএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ