X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘ভিসির বাড়ি লুটের মাল ছাত্রদেরই খুঁজে বের করে দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৮:৪৮আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৯:৫৪

সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে রবিবার (৮ এপ্রিল) যে লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে, সেই লুটের মালপত্র আন্দোলনকারী শিক্ষার্থীদেরই খুঁজে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো ওই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত সবার ব্চিার হতে হবে।
বুধবার (১১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন নানক। সংসদকে এ বিষয়ে উত্তর দিতে গিয়ে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে রবিবার রাতে ঢাকা ব্শ্বিবিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও লুটপাট প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ভিসির বাড়ি কারা ভেঙেছে, লুটপাট কারা করেছে, লুটের মাল কোথায় আছে, কার কার কাছে আছে—ওই ছাত্রদেরই তা খুঁজে বের করে দিতে হবে। সেই সঙ্গে যারা এই ভাঙচুর-লুটপাটের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে। এরই মধ্যে গোয়েন্দা সংস্থাকে আমরা নামিয়েছি। এটা তদন্ত করে বের করতে হবে এবং সেক্ষেত্রে আমি শিক্ষক-ছাত্র তাদেরও সহযোগিতা চাই। কারণ, এত বড় অন্যায় আমরা কোনোমতে মেনে নিতে পারি না।’
শেখ হাসিনা বলেন, ‘এখনও আমাদের শিক্ষক যারা বেঁচে আছেন, তাদের যখন দেখি, আমরা তাদের সম্মান করি। আমি প্রধানমন্ত্রী হই বা যাই হই, যখন আমি শিক্ষকের কাছে যাই তখন আমি তার ছাত্রী। সেভাবেই তাদের সাথে আচরণ করি। গুরুজনকে অপমান করে শিক্ষা লাভ করা যায় না। সেটা প্রকৃত শিক্ষা হয় না। হয়তো একটা ডিগ্রি হতে পারে, কিন্তু সেটা প্রকৃত শিক্ষা হয় না। প্রত্যেককেই একটা শালীনতা বজায় রাখতে হবে। নিয়ম মেনে চলতে হবে। আইন মেনে চলতে হবে।’

কোটা নিয়ে চলমান আন্দোলনের জের ধরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে দেন, ‘কোটা ব্যবস্থা বাদ, এটাই আমার পরিষ্কার কথা।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ঢাবি উপাচার্যের বাসার মূল ফটক ভেঙে ফেলে ও দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকি স্টিক, লাঠি ও বাঁশ ছিল। হামলাকারীরা উপাচার্যের বাসভবনের ভেতরে থাকা গাড়িতে আগুন দেয় এবং গোটা বাড়ির প্রায় প্রতিটি রুমে ভাঙচুর চালায়। তবে হামলায় উপাচার্যের পরিবারের কেউ আহত হননি। ।
আরও পড়ুন-
ঢাবি ভিসির বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণের পর সকাল ১০টায় আন্দোলনকারীদের সিদ্ধান্ত

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্য দিতে আসেননি ভিকটিম-বাদী
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্য দিতে আসেননি ভিকটিম-বাদী
গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে পেলো নেপালকে
গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে পেলো নেপালকে
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো একজনের
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’