X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পিডিবিতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৩:৪৮আপডেট : ০৬ জুন ২০১৮, ১৪:১৬

দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর হয়েছে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারপন্থী দুই পক্ষের শ্রমিক নেতারা বুধবার পিডিবির মতিঝিল কার্যালয়ে সভা আহ্বান করে। এরমধ্যে চন্দন কুমার চংদার ও শহিদ ডাকুয়া পক্ষ পিডিবি’র সিবিএ নির্বাচনের দাবিতে এবং বর্তমান সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও আলাউদ্দিন মিয়া গঠনতন্ত্র সংশোধন করে আবার ক্ষমতায় থাকার জন্য সাধারণ সভা আহ্বান করে।
এক জায়গায় দুই গ্রুপ সভা ডাকায় মতিঝিল থানা পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার সকালে দুই পক্ষ পিডিবি কার্যালয়ে জমায়েত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে শহিদ ডাকুয়া, জয়নাল আবেদীন ও মফিজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুরের ঘটনা ঘটে।

দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর হয়েছে
চন্দন কুমার চংদার এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের ওপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা করানো হয়েছে।’ আর জহিরুল ইসলাম চৌধুরী বলেন, মারামারি হলেও সভা চলবে। তিনি বলেন, সভায় যোগ দেওয়ার জন্য দুজন মন্ত্রী আসছেন।
যদিও পুলিশ সভাটি আরম্ভের পরপরই বন্ধ করে দিয়েছে।
গত বছর ৩১ আগস্ট সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার চাকরির মেয়াদ শেষ হয়েছে। তিনি এখন অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন। আর জহিরুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হয় গত ৫ জুন। তিনিও পিআরএলে চলে গেছেন। শ্রমিক সংগঠনের ভেতরের একটি পক্ষ অবসরে যাওয়া ব্যক্তিদের নেতৃত্ব মানতে চাইছেন না। 

পিডিবিতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মতিঝিলের পিডিবি অফিসে দুই গ্রুপের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই গ্রুপের লোকজনই সটকে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

তিনি বলেন, ‘শুনেছি এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে কতজন তা বলা সম্ভব হচ্ছে না। কারণ, ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায়নি।’

 

 

 

/এসএনএস/ এসজেএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি