X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পিডিবিতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৩:৪৮আপডেট : ০৬ জুন ২০১৮, ১৪:১৬

দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর হয়েছে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারপন্থী দুই পক্ষের শ্রমিক নেতারা বুধবার পিডিবির মতিঝিল কার্যালয়ে সভা আহ্বান করে। এরমধ্যে চন্দন কুমার চংদার ও শহিদ ডাকুয়া পক্ষ পিডিবি’র সিবিএ নির্বাচনের দাবিতে এবং বর্তমান সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও আলাউদ্দিন মিয়া গঠনতন্ত্র সংশোধন করে আবার ক্ষমতায় থাকার জন্য সাধারণ সভা আহ্বান করে।
এক জায়গায় দুই গ্রুপ সভা ডাকায় মতিঝিল থানা পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার সকালে দুই পক্ষ পিডিবি কার্যালয়ে জমায়েত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে শহিদ ডাকুয়া, জয়নাল আবেদীন ও মফিজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুরের ঘটনা ঘটে।

দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর হয়েছে
চন্দন কুমার চংদার এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের ওপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা করানো হয়েছে।’ আর জহিরুল ইসলাম চৌধুরী বলেন, মারামারি হলেও সভা চলবে। তিনি বলেন, সভায় যোগ দেওয়ার জন্য দুজন মন্ত্রী আসছেন।
যদিও পুলিশ সভাটি আরম্ভের পরপরই বন্ধ করে দিয়েছে।
গত বছর ৩১ আগস্ট সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার চাকরির মেয়াদ শেষ হয়েছে। তিনি এখন অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন। আর জহিরুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হয় গত ৫ জুন। তিনিও পিআরএলে চলে গেছেন। শ্রমিক সংগঠনের ভেতরের একটি পক্ষ অবসরে যাওয়া ব্যক্তিদের নেতৃত্ব মানতে চাইছেন না। 

পিডিবিতে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মতিঝিলের পিডিবি অফিসে দুই গ্রুপের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই গ্রুপের লোকজনই সটকে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

তিনি বলেন, ‘শুনেছি এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে কতজন তা বলা সম্ভব হচ্ছে না। কারণ, ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায়নি।’

 

 

 

/এসএনএস/ এসজেএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী