X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজু ভাস্কর্যে ভোট বর্জনকারী প্যানেলের অবস্থান ধর্মঘট মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৯:৩১আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:৫৬
image

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট বর্জনকারী ছয়টি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থীরা ভিসি কার্যালয় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। তবে তারা মঙ্গলবার (১২ মার্চ) ক্লাস বর্জন করে রাজু ভাস্কর্যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে সবাইকে অংশ নিতে আহ্বান জানিয়ে তারা বলেছেন, ‘ডাকসু এই নির্বাচনের ফল প্রকাশ করলে এবং এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল না দিলে ভিসির পদত্যাগ চাওয়া হবে।’

সোমবার (১১ মার্চ) বিকাল সোয়া ৫টায় বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী এই হুঁশিয়ারি দেন।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থী পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীরা ভোট প্রত্যাখ্যান করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এরপর ভিসির বাসভবন ও কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

ভোট বর্জনের পাশাপাশি মঙ্গলবার (১২ মার্চ) থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।

লিটন নন্দী ছাত্রদের উদ্দেশে বলেন,  ‘মঙ্গলবার থেকে আমাদের ছাত্র ধর্মঘট চলবে। ক্লাস বর্জন করে সবাই রাজু ভাস্কর্যে ছাত্র ধর্মঘটে অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করতে হবে। যদি এই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়, তাহলে আমরা ভিসির পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাবো।’

এর আগে দুপুরে মধুর ক্যান্টিনে লিটন নন্দী বলেন, ‘আমরা এই প্রহসন ও জালিয়াতির নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ তিনি নির্বাচন প্রত্যাখ্যান করার পাশাপাশি নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘নির্বাচনের নতুন পরিচালনা কমিটি গঠন, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করতে হবে।’

ছাত্রদলের প্রতিনিধিরাও এ সময় মধুর ক্যান্টিনে উপস্থিত থেকে তাদের সমর্থন দেন। পরে তারাও পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. আনিসুর রহমান খন্দকার অনিক এ ঘোষণা দেন ও নতুন নির্বাচনের দাবি জানান। 

পরে  ছাত্রমৈত্রী এবং সরকার সমর্থিত জাসদ ছাত্রলীগও সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনের ব্যর্থতা এবং অনিয়ম ও নিয়ন্ত্রিত নির্বাচনের কারণে শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি, এমন অভিযোগে ভোট বাতিলের দাবি জানিয়েছে।

আরও পড়ুন:

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

 
/আরজে/এআরআর/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ