গুলশান ১ নম্বরের কাঁচাবাজার ও সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সারর্ভিমের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের উপপরিচালক মো. শামীমকে প্রধান করে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা সাতদিনের মধ্যে প্রতিবেদন দেবে।’
তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।’
উল্লেখ্য শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ৫টা ৫৫ মিনিটের দিকে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল সাড়ে ৮টার দিকে মেজর শাকিল নেওয়াজ জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন-
‘ঋণ করে দোকান করেছি, সব পুড়ে ছাই’
মার্কেট কর্তৃপক্ষকে চার বার সতর্ক করা হয়েছে: ফায়ার সার্ভিস
এই মার্কেটে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই: ডিএনসিসি মেয়র