X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘পেশাগত কাজে বাধা বাংলাদেশে মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ০১:১৬আপডেট : ০৩ মে ২০১৯, ০১:১৬

‘পেশাগত কাজে বাধা বাংলাদেশে মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত করছে’ বাংলাদেশে ২০১৮ সালে সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও লেখকসহ মতপ্রকাশের চর্চাকারীদের হত্যা, হুমকি ও পেশাগত কাজে বাধা দেওয়ার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে আর্টিকেল নাইনটিন। সংস্থাটির মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বার্ষিক প্রতিবেদেনে এমন তথ্য উঠে এসেছে। শুক্রবার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে দেখা গেছে- ২০১৮ সালে মতপ্রকাশের অধিকার লঙ্ঘন সংক্রান্ত ৪৬৩টি ঘটনা পর্যবেক্ষণ ও রেকর্ড করেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। অধিকার লঙ্ঘনের শতকরা ৫১ ভাগ ঘটনাই ঘটেছে জাতীয় পর্যায়ে ঢাকায়। নারীকর্মীদের যৌন নিপীড়ন-হয়রানির ঘটনার বেশিরভাগই তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট। ২০১৮ সালে মতপ্রকাশ জনিত মোট ১৩১টি ঘটনায় আইনের অপব্যবহার করা হয়েছে।
শুধু মতপ্রকাশ জনিত কারণে মোট ৩১টি ফৌজদারি মানহানি মামলা দায়েরের ঘটনা রেকর্ড করা হয়েছে। ৭১টি মামলা করা হয়েছে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায়। ৯টি বেআইনি আটক ও জিজ্ঞাসাবাদের ঘটনাসহ ২০টি বিভিন্ন ধরনের হয়রানিমুলক মামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০১৮ সালে মোট দু’জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ১৯ জন মতপ্রকাশকর্মী শারীরিক আঘাতের শিকার হয়েছেন এবং ১৫৬ জন মতপ্রকশের চর্চাকারী বিভিন্নভাবে শারীরিক আঘাতের শিকার হয়েছেন।
আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল মতপ্রকাশের অধিকার লঙ্ঘন সংক্রান্ত এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে মতপ্রকাশ চর্চাকারীদের অবস্থা নাজুক, এক্ষেত্রে বাধা ও ভয়-ভীতিপ্রদর্শন আমাদের বুদ্ধি-ভিত্তিক চর্চার ক্ষেত্রকে অবদমিত করেছে।’ ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যমদিবস’ উপলক্ষে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্টদের প্রতি মতপ্রকাশের চর্চা সংক্রান্ত এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার আহবান জানিয়েছেন তিনি।
গত পাচঁ বছরের পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, গণমাধ্যমকর্মীদের নির্যাতন-হয়রানির প্রবণতা ও ধরন পরিবর্তিত হচ্ছে। ২০১৮ সালে মতপ্রকাশের ক্ষেত্রে বাধা হিসেবে হুমকি ও নানা ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দমনের চিত্রই বেশি লক্ষণীয়। উদাহরণ হিসেবে বলা যায়, গত বছর মতপ্রকাশের ক্ষেত্রে ৩১টি ফৌজদারি মানহানির মামলা, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত মোট ৭১ টি মামলাসহ আরও ৯টি অবৈধ আটক ও জিজ্ঞাসাবাদ এবং ২০টি অন্যান্য আইনি হয়রানিমূলক মামলার ঘটনা রয়েছে। বাংলাদেশ সাংবাদিকদের সুরক্ষা সংক্রান্ত জাতিসংঘের রেজ্যুলেশনে অনুস্বাক্ষরকারী (২০১৭) দেশ হওয়া সত্ত্বেও রাষ্ট্র মতপ্রকাশ সংক্রান্ত এসব অপরাধ ও ঘটনা সংশ্লিষ্টদের তদন্ত, গ্রেফতারের ক্ষেত্রে আনুপাতিক হারে কম আগ্রহী।

/এসএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ