X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু সেন্টার ও চেয়ার স্থাপন করছে সরকার

শেখ শাহরিয়ার জামান
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি বিশ্বদরবারে আরও উজ্জ্বল করে তুলে ধরতে বিশ্বের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু সেন্টার ও চেয়ার স্থাপন করতে চায় সরকার। পাশাপাশি বঙ্গবন্ধুর নামে কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে পুরস্কার প্রবর্তনেরও চিন্তাভাবনা করা হচ্ছে। যুক্তরাজ্যের কেমব্রিজ, কানাডার উইন্ডসর, পোল্যান্ডের ইয়াগোলোনিয়ান বিশ্ববিদ্যালয় এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এআইটি) এরইমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, জীবন, কর্ম, স্বাধীনতার সংগ্রামে তার অবদান এবং সোনার বাংলা গড়ার জন্য যে স্বপ্ন তিনি দেখেছেন সেসব বিষয়ে জানতে বিশ্বব্যাপী আগ্রহ রয়েছে। এই মহান নেতা সম্পর্কে সারা বিশ্বের মানুষ যাতে সব তথ্য জানতে পারে, তাকে নিয়ে গবেষণা করতে পারে সেজন্য বিশ্ববরেণ্য বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু সেন্টার, বঙ্গবন্ধু চেয়ার কিংবা বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করতে চায় সরকার।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইতোমধ্যে থাইল্যান্ডের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এআইটি) বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে এবং পোল্যান্ডের ইয়াগোলোনিয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সেন্টার স্থাপন করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি সেন্টার করার বিষয় নিয়ে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দেশটির সরকারের সঙ্গে আলোচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ’বঙ্গবন্ধুর জীবনী, ইতিহাস, রাজনৈতিক প্রজ্ঞাসহ সামগ্রিক অবদান যাতে বিশ্ববাসী জানতে পারেন সেজন্য গবেষণা প্রয়োজন এবং আমরা বিশ্বজুড়ে সমাদৃত বিশ্ববিদ্যালয়গুলোতে সেন্টার ও চেয়ার স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এআইটি) ইতোমধ্যে একজন গবেষণার কাজ শুরু করেছেন এবং পোল্যান্ডের ইয়াগোলোনিয়ান বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুর রহমানকে পাঠানো হচ্ছে সেন্টারের চেয়ারম্যান হিসেবে।

তিনি বলেন, ’ইয়াগোলোনিয়ান বিশ্ববিদ্যালয় এই সেন্টারের সাচিবিক সহায়তা দেবে এবং ইতোমধ্যে একজন টিচিং অ্যাসিসট্যান্টকে সেখানে নিয়োগ দিয়েছে।’

আরেক কর্মকর্তা বলেন, ’যুক্তরাজ্যের কেমব্রিজের (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়) প্রতি আমাদের আগ্রহ আছে এবং ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধু কেমব্রিজ ইনোভেশন ল্যাব স্থাপন করেছে ঢাকায়।’

তিনি বলেন, ’ঢাকায় ইনোভেশন ল্যাব উদ্বোধন হয়ে গেছে এবং প্রথম কর্মশালায় সরকারি-বেসরকারি ৩০ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন।’

‘প্রথম কর্মশালা অত্যন্ত সফল হওয়ায় আমরা এক ধাপ এগিয়ে চিন্তা করছি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে একটি সেন্টার স্থাপন করতে চাইছি’, তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ’প্রথমে আমরা ওই বিশ্ববিদ্যালয়ে (কেমব্রিজ) একটি চেয়ার করতে চেয়েছিলাম। তবে পরবর্তীতে আমরা বড় আকারে বঙ্গবন্ধু সেন্টার করার চেষ্টা করছি।’

শুধু চেয়ার হলে একজন বা দুইজন গবেষণার সুযোগ পাবে কিন্তু সেন্টারে অনেক ছাত্রকে সুযোগ দেওয়া সম্ভব বলে তিনি জানান।

এর পাশাপাশি কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু লিডারশিপ অ্যাওয়ার্ড চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানান আরেক কর্মকর্তা। তিনি জানান, ’বঙ্গবন্ধুর ওপর গবেষণা করার জন্য মনোনীত ছাত্রকে দুই হাজার কানাডিয়ান ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি সরকারের বিবেচনাধীন আছে।’

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ