X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘সৌদি আরবে নারী শ্রমিকদের ওপর অত্যাচার বেড়েই চলেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৯:০৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:২৭

নাগরিক মানববন্ধন মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের নিরাপত্তা না থাকায় বাংলাদেশি নারী শ্রমিকরা সহিংসতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বলেন, ‘সৌদি আরবে নারী শ্রমিকদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এখন আর চুপ থাকার সময় নেই। সবকিছুরই একটি সীমা থাকে। সীমা ছাড়িয়ে গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার।’ শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সৌদি ও মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, ‘নিরাপত্তাহীনতার মধ্যে নারী শ্রমিকদের পাঠানোর কারণে তাদের ওপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।’

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে  আয়োজিত মানববন্ধনে গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের অনেক নারী শ্রমিক লাশ হয়ে ফিরছেন। অনেকে ফিরছেন সর্বস্ব হারিয়ে, সারা শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে। তারা আমাদের বোন, মেয়ে, মা। অথচ কোথাও কোনও উদ্বেগ নেই, কোথাও ক্রোধের প্রকাশ নেই। এর একটা কারণ সম্ভবত এই যে, যারা নারী শ্রমিক হয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, তাদের প্রায় সবাই দরিদ্র শ্রেণিভুক্ত। গরিবের কথা বলে মুখে ফেনা তুলে ফেললেও আদতে তাদের আমরা মানুষ বলে মনে করি না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা,  সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল, মহাসচিব মুহম্মদ মফিজুর রহমান লিটন, বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান সরদার, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, শেরে বাংলা গবেষণা পরিষদের মহাসচিব আর কে রিপন, বন্ধু সমাজের নাজমুল আহসান সুমন, মানবাধিকার নেত্রী রিমা সরদার, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রাজু, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনজুরুল ইসলাম কাজল, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি পারভেজ হোসেন বাবু, ঢাকা মহানগর প্রতিনিধি আয়শা সিদ্দিকা, রাজশাহী জেলা প্রতিনিধি নিলুফার খাতুন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান যিশু প্রমুখ।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে