X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতান্ত্রিক অর্থনীতি একমাত্র পথ: বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
০৯ এপ্রিল ২০২০, ০৮:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৮:০০

ছাত্র ইউনিয়নের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

‘রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়ে থাকলেও অর্থনৈতিক স্বাধীনতা বৃথা হয়ে যায়, যদি এদেশের দুখী মানুষের জন্য কিছু না করা যায়, এদেশে শোষণহীন সমাজ যদি প্রতিষ্ঠিত না হয়। শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজতান্ত্রিক অর্থনীতি একমাত্র পথ বলে আমরা বিশ্বাস করি’, ১৯৭২ সালের ৯ এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কাউন্সিলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব কথা বলেন। পরদিন গণপরিষদের প্রথম অধিবেশন বসার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। প্রথম দিনই স্পিকার নির্বাচিত করা হবে বলেও পরিবেশিত সংবাদে জানানো হয়।

ছাত্র ইউনিয়নের কাউন্সিলে বঙ্গবন্ধু

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আতিথেয়তার বিষয়ে বলেন, ‘আমাকে প্রধান অতিথি করেছেন, ব্যক্তিগতভাবে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি— মতের যেখানে মিল আছে, মনের যেখানে মিল আছে।’ বঙ্গবন্ধু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ ইতিহাস সৃষ্টি করেছে। রাজনৈতিক স্বাধীনতা অর্জন যেমন মুক্তির শর্ত, অর্থনৈতিক মুক্তি করাও তেমনই শর্ত।’

এই স্বাধীনতা আন্দোলনের গোড়াপত্তন হয় ১৯৪৭ সালে উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, ‘যদি বেঈমানি করতাম প্রধানমন্ত্রী হওয়ার লোভে, তাহলে সত্তরের ইলেকশনের রেজাল্ট-ফেজাল্ট নষ্ট হয়ে যেতো। কিন্তু নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমি ইলেকশনের পূর্বে ঘোষণা করেছিলাম— এটা আমার গণভোট, স্বাধীকারের গণভোট। যদিও সঙ্গে সঙ্গে এই স্লোগানও ছিল— এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমাকে বন্ধু-বান্ধবরা বলতেন, ঘোষণা করে দাও। আমি বলি, ঘোষণা করে আমি নিশ্চয়ই দিয়েছি, কিন্তু ঘোষণা করার কায়দা আছে।’

স্বাধীন বাংলাদেশ থেকে পাকিস্তানি হানাদার বাহিনী বিতাড়িত হলেও বাংলাদেশে তাদের যারা বন্ধু, তাদেরকে বিতাড়িত করা সম্ভব হয়নি উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, ‘স্বাধীনতা আপনারা পেয়েছেন, স্বাধীনতা আমরা পেয়েছি। দস্যুর দল বাংলা থেকে বিতাড়িত হয়েছে সত্য, কিন্তু ২৪ বছর তাদের যে বন্ধুরা ছিল, সেই বন্ধুকে বিতাড়িত করতে পেরেছেন আপনারা? পারেন নাই। তাদের বন্ধুরা রয়েছে। স্বাধীনতা পেলেও এদের হাত থেকে এখনও আমরা রক্ষা পাই নাই।’

বঙ্গবন্ধু একসঙ্গে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। তিনি যেকোনও পরামর্শ তার কাছে পৌঁছানোর জন্যও বলেন। তবে সবকিছুই প্রকাশ্যে হতে হবে।

১০ এপ্রিল গণপরিষদের অধিবেশন

দীর্ঘ প্রতীক্ষার পর স্বাধীন বাংলাদেশে গণপরিষদ অধিবেশন বসবে ১০ এপ্রিল। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু প্রথম অধিবেশনে বক্তৃতা করবেন বলেও সংবাদে প্রকাশ করা হয়। এর আগে দেশের শাসনতন্ত্র প্রণয়নের জন্য ১৯৭২ সালের ১০ এপ্রিল বাংলাদেশের গণপরিষদের অধিবেশন বসার জন্য দিন নির্ধারিত হয়। বাসসের খবরে প্রকাশ, ২৮ মার্চ রাষ্ট্রপতি গণপরিষদের অধিবেশন ডাকেন।

প্রথম দিনেই স্পিকার নির্বাচন

গণপরিষদের অধিবেশনের প্রথম দিনেই স্পিকার নির্বাচন হবে বলে জানানো হয়। গণপরিষদে আওয়ামী লীগই একমাত্র পার্লামেন্টারি পার্টি হওয়ায় এ দল থেকেই স্পিকার মনোনীত হওয়ার কথা।

পরিষদ সেক্রেটারিয়েট থেকে সব সদস্যকে অধিবেশনে যোগদানের আহ্বান জানিয়ে ডাকযোগে চিঠি ও তারবার্তা পাঠানো হয়েছে। পরিষদের মোট ৪৬৯ জন সদস্যের বসার ব্যবস্থা ছিল। কয়েকজন সদস্য দখলদার পাকিস্তানি বাহিনীর হাতে শাহাদাৎ বরণ করেন। অপর কয়েকজনকে সামরিক সরকারের সঙ্গে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া, পাক বাহিনীর দালালি করার অভিযোগে কয়েকজন সদস্য অযোগ্য ঘোষিত হতে পারে বলেও জানানো হয়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
‘মেসি ফুটবল খেলে খুশি’
‘মেসি ফুটবল খেলে খুশি’
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল