X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সংসদ চত্বরে গাছ লাগালেন আ.লীগের ছয় এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৯

সংসদ চত্বরে গাছ লাগালেন আ.লীগের ছয় এমপি
সংসদ চত্বরে গাছ লাগিয়েছেন তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের ছয় সংসদ সদস্য। মুজিব বর্ষে কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে তারা মঙ্গলবার গাছ লাগিয়েছেন। এ নিয়ে শতাধিক এমপি সংসদ চত্বরে বৃক্ষ রোপণ সম্পন্ন করেছেন।

সস্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ওই সময় তিনি সব সংসদ সদস্যকে গাছ লাগানোর আহ্বান জানান।

মঙ্গলবার অন্যদের মধ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি এবং সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গাছ লাগিয়েছেন।

এ সময়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের একটি কর্মসূচি গ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা প্রায় ১৭ কোটি মানুষ, আমরা যদি প্রত্যেকে একটি করে গাছ লাগাই তাহলে প্রায় ১৭ কোটি গাছ লাগানো হবে।’

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, ‘বৃক্ষতে আমাদের নানারকম উপকার হয়। আমরা যখন হাসপাতালে ভর্তি হই তখন আমাদের অক্সিজেন চড়া মূল্যে কিনে আমাদের জীবন বাঁচাই। আর বৃক্ষরোপণের মাধ্যমে কৃত্রিম অক্সিজেন থেকে হাজার গুণ ভালো অক্সিজেন আমরা পাই গাছ থেকে।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘১০০ বছরে সুযোগ একবারই আসে। বৃক্ষরোপণের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার এমন মোক্ষম সুযোগ আমরাও শত বছর পর পেয়েছি। আমরা বঙ্গবন্ধুর জন্মদিন সভা করেও পার করতে পারতাম। এতে জাতির পিতার স্মৃতি রক্ষিত হতো না। এক কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি তার সুফল আজীবন টিকে থাকবে। বঙ্গবন্ধুর প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি ঔষধি গাছ (অর্জুন) লাগিয়ে স্থায়ী কাজ করে গেলাম যা চিরজীবন টিকে থাকবে আশা করি। সংসদ সদস্যদের লাগানো এই গাছগুলো যখন আমরা দেখবো তখনই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে মনে পড়বে।’

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
সর্বশেষ খবর
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ