X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

করোনায় কোন বিভাগে কত মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৭:৩০আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:২১

ছবি: সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৭৪৭ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আবার বিভাগভিত্তিক মৃত্যুর বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন দুই হাজার ৯৫১ জন; যা শতকরা ৫১ দশমিক ৩৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৫০ জন; যা ২০ দশমিক শূন্য এক শতাংশ। রাজশাহী বিভাগে ৩৬৭ জন; যা ছয় দশমিক ৩৯ শতাংশ। খুলনা বিভাগে ৪৬২ জন; যা আট দশমিক শূন্য চার শতাংশ। বরিশাল বিভাগে ১৯৭ জন; যা তিন দশমিক ৪৩ শতাংশ। সিলেট বিভাগে ২৪১ জন; যা চার দশমিক ১৯ শতাংশ। রংপুর বিভাগে ২৬০ জন; যা চার দশমিক ৫২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১১৯ জন, যা শতকরা দুই দশমিক শূন্য সাত শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এরমধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৮ জন, রংপুর বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ১০২ জন, বরিশাল বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৯৭ জন, সিলেট বিভাগে ৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৮ জন রয়েছেন। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন এবং ষাট ঊর্ধ্ব রয়েছেন ১৩ জন। আবার এখন পর্যন্ত মোট মারা যাওয়া পাঁচ হাজার ৭৪৭ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ২৯ জন; যা শতকরা শূন্য দশমিক ৫০ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৪৫ জন; যা শূন্য দশমিক ৭৮ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২৯ জন; যা দুই দশমিক ২৪ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩১৯ জন; যা পাঁচ দশমিক ৫৫ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭১৫ জন; যা ১২ দশমিক ৪৪ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের এক হাজার ৫৩৪ জন; যা ২৬ দশমিক ৬৯ শতাংশ এবং ষাট ঊর্ধ্ব দুই হাজার ৯৭৬ জন; যা ৫১ দশমিক ৭৮ শতাংশ। 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা