X
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর করেছে চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৩

করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর উপযুক্ত সময়েই বাণিজ্য মেলা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেন, বাণিজ্য মেলার মেয়াদ এক মাসের কম হবে না। নতুন এক্সিবিশন সেন্টারে চলতি বছর এবং ভবিষ্যতে বাণিজ্য মেলাসহ সারা বছরই বিভিন্ন ধরনের এক্সিবিশন হবে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য সচিব জাফর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে এক্সিবিশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে রফতানি উন্নয়ন ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভার্চুয়ালি এক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চীনের আর্থিক সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রফতানি উন্নয়ন ব্যুরোর মালিকানায় পূর্বাচলে চীনা স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন কর্তৃক এক্সিবিশন সেন্টার বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে দেশি- বিদেশি পণ্য উৎপাদনকারী ও ক্রেতাদের বাংলাদেশে আন্তর্জাতিকমানের একটি কমন প্ল্যাটফরমে নিয়মিত ও সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।

পূর্বাচলে ২০ একর জমির ওপর নির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি নির্মাণকাজ শুরু ২০১৭ সালের ১৭ অক্টোবর। কাজ শেষ হয় ২০২০ সালের ৩০ নভেম্বর। সেন্টারে মোট ফ্লোর স্পেস ৩৩ হাজার বর্গমিটার। সেন্টারটিতে গাড়ি পার্কিয়ের ৭ হাজার ৯১২ বর্গ মিটার জায়গা রাখা হয়েছে।

এক্সিবিশন হলে মোট স্টল/ বুথ সংখ্যা হলো ৮০০টি। প্রতিটি বুথের আয়তন ৯.৬৭ বর্গমিটার। অন্যান্য সুবিধা ও অবকাঠামোর মধ্যে ৪৭৩ আসন বিশিষ্ট একটি মাল্টি ফাংশনাল হল৷ ৫০ আসন বিশিষ্ট এাটি কনফারেন্স রুম, ৬ টি নেগোশিয়েশন/ মিটিং রুম, নামাজের কক্ষ, ২ টি অফিস রুম,  মেডিক্যাল রুম, ডরমিটরি/ গেস্ট রুম, ১৩ টি টয়লেট, বিল্ট ইন পাবলিক অ্যাড্রেস সিস্টেম, নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, স্টোর রুম, সিএটিভি কন্টোল রুম, অটোমেটেড সেন্ট্রাল এসি সিস্টেম, ইনবিল্ট ইন্টারনেট/ ওয়াইফাই, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, আলাদা নেজিস্টেশন হল, আধুনিক ফোয়ারা, ইন ববল্ট পতাকা স্ট্যান্ড, রিমোট কন্টোল্ড / ইলেকট্রনিক প্রবেশ গেইট ইত্যাদি। এতে মোট ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা। এরমধ্যে চীনা অনুদান ৫২০ কোটি ৭৩ লাখ টাকা, বাংলাদেশ সরকার ২৩১ কোটি টাকা এবং ইপিবির নিজস্ব তহবিল থেকে ২১ কোটি ২৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

 

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: মাঝারী ধরনের ভারী বর্ষণের আভাস
আজকের আবহাওয়া: মাঝারী ধরনের ভারী বর্ষণের আভাস
রাজধানীতে মাদকসহ একদিনে গ্রেফতার ৪৩
রাজধানীতে মাদকসহ একদিনে গ্রেফতার ৪৩
মেন্সট্রুয়াল কাপ পরিষ্কার করবেন যেভাবে
মেন্সট্রুয়াল কাপ পরিষ্কার করবেন যেভাবে
ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত
ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত
সর্বাধিক পঠিত
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি