X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৯১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ১৭:৪৬আপডেট : ২০ মার্চ ২০২১, ১৭:৪৬

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬৮ জন। এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনাতে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৭০৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন, তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন আট হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৫৭৭ জন, সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২০ হাজার ৭১৮জন।

শনিবার ( ২০ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সপ্তাহে (৭ মার্চ থেকে ১৩ মার্চ) এর তুলনায় চলতি সপ্তাহে (১৪ মার্চ থেকে ২০ মার্চ) রোগী শনাক্তের হার বেড়েছে ৯১ দশমিক ৪৯ শতাংশ। বেড়েছে নমুনা পরীক্ষার হারও। গত সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ১৬ হাজার ২৩২টি,  চলতি সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৬৬৬টি। গত সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ছয় হাজার ৫১২ জন আর চলতি সপ্তাহে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪৭০জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে বর্তমানে ২১৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৮টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯ টি পরীক্ষাগারে। আর র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৭২টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৯২৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯০০ টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৮৮ হাজার ১১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৪৬ হাজার ৮১৪ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ১৯৭টি।

 

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার নয় দশমিক ৩৯ শতাংশ আর এখন পর্যন্ত করোনাতে শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে পুরুষ ১৯ জন আর নারী সাতজন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ছয় হাজার ৫৫১ জন পুরুষ, নারী  দুই হাজার ১১৭ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৫৮ শতাংশ আর নারী ২৪ দশমিক ৪২ শতাংশ।

মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১৩ জনের বয়স ষাটের বেশি, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন চারজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগের চার জন আর রাজশাহী. খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ২০৭ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ৩২২ জন, রংপুর বিভাগের আছেন তিনজন, বরিশাল বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের ২৩ জন, সিলেট বিভাগের ১৬ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন একজন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫৭৪ জন আর ছাড় পেয়েছেন ৫৭৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৩৭ হাজার ৮৫৫ জন আর ছাড়া পেয়েছেন ছয় লাখ চার হাজার ৭৮১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৩ হাজার ৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ১২৬ জন আর ছাড় পেয়েছেন ৪৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ দুই হাজার ১৪৮ জন আর ছাড় পেয়েছেন ৯২ হাজার ১২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ২১ জন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?