যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিদেশের বিভিন্ন বাংলাদেশি মিশনে বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনার সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান বলেন, ‘শহীদ শেখ কামাল যুব সম্প্রদায়ের জন্য আইডল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জেনারেল এমএজি ওসমানীর এডিসি হিসেবে কর্মরত ছিলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেন।’
এদিকে, শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শেখ কামালের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।