X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সাম্রাজ্যবাদ ও বর্ণবৈষম্যের অবসান চায় বাংলাদেশ

উদিসা ইসলাম
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৮ সেপ্টেম্বরের ঘটনা।)

দুদিন ধরে জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় শান্তি প্রতিষ্ঠায় তৃতীয় বিশ্বের দেশগুলোর সম্মিলিত কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, গোটা মানবজাতি মারাত্মক বিপর্যয়ের দিকে এগুচ্ছে। মহাশক্তিগুলো এমন কোনও পরিস্থিতি যাতে সৃষ্টি না করে সেটা নিশ্চিত করার জন্য সচেষ্ট হতে হবে। শান্তির স্বপক্ষে বাংলাদেশের অঙ্গীকার কী এবং এর জন্য বাংলাদেশ কী করছে সেটাও অবহিত করেন তিনি।

কমনওয়েলথ সম্মেলন ও উপমহাদেশের মানবিক সমস্যা সমাধানে ভারত-পাকিস্তান চুক্তির পটভূমিতে বঙ্গবন্ধু নেতাদের সুস্পষ্ট বলেছেন, বাংলাদেশ কোনও খবরদারি সহ্য করবে না। পৃথিবীর কোথাও অন্য দেশের আধিপত্যও সমর্থন করবে না। বিশ্বের বিভিন্ন স্থানে মুক্তি সংগ্রামে লিপ্ত জনগণের পাশে থাকবে বাংলাদেশ- যতদিন না উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও বর্ণবৈষম্য নিশ্চিহ্ন হচ্ছে।

ছবি: দৈনিক বাংলা, ৯ সেপ্টেম্বর ১৯৭৩

উঠে আসেন বুমেদিন

চতুর্থ জোট-নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে যোগদানকারী সরকারপ্রধানদের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি। আলজিয়ার্স পৌঁছে সোজা সম্মেলনস্থলে এলে বিশ্বনেতারা বঙ্গবন্ধুকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বঙ্গবন্ধুর পৌঁছানোর খবর পেয়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে জাতির জনককে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান সম্মেলনের চেয়ারম্যান আলজিয়ার্স প্রেসিডেন্ট বুমেদিন।

বঙ্গবন্ধুকে অভ্যর্থনাকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট টিটো, সম্রাট সেলাসি, ফিদেল কাস্ত্রো ও ইন্দিরা গান্ধী। অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলে বঙ্গবন্ধু বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেন।

বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন কাস্ত্রো। বঙ্গবন্ধুকে পরম উষ্ণতায় আলিঙ্গন করেন তিনি। এরপর বঙ্গবন্ধুর সঙ্গে কথা হয় সম্রাট সেলাসির। তিনিও বঙ্গবন্ধুর সঙ্গে আন্তরিক করমর্দন করেন। এরপর বঙ্গবন্ধুর সঙ্গে কথা হয় ফিলিস্তিন মুক্তি সংস্থা প্রধান ইয়াসির আরাফাত, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রিন্স সিহানুক, জেনারেল ইয়াকুবু এবং প্রেসিডেন্ট নিয়েরেরে।

দৈনিক অবজারভার, ৯ সেপ্টেম্বর ১৯৭৩

বঙ্গবন্ধু মিশরের প্রেসিডেন্ট সাদাত, সৌদি আরবের বাদশাহ ফয়সাল, লিবিয়ার কর্নেল গাদ্দাফি, উগান্ডার আমিনের সঙ্গে আলোচনা করেন। আরব নেতাদের সঙ্গে আলোচনায় বঙ্গবন্ধু ইসরায়েলি হামলার বিরুদ্ধে আরব জনগণের সংগ্রামের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান। তাদের কাছে উপমহাদেশের বর্তমান পরিস্থিতি অবহিত করেন তিনি। আরব নেতারা উপমহাদেশের সমস্যা সমাধানে বাংলাদেশের গঠনমূলক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে বঙ্গবন্ধুর ব্যক্তিগত অবদানের প্রশংসা করেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট সাদাতের সঙ্গে বঙ্গবন্ধুর আলোচনা বেশ গুরুত্বপূর্ণ ছিল। সাদাত তাকে বলেছেন, আপনার আগমণের জন্য সাগ্রহে প্রতীক্ষায় ছিলাম। গাদ্দাফির সঙ্গে বঙ্গবন্ধুর কথাবার্তার বিষয় জানা যায়নি। তবে উভয় নেতা খুশি হয়েছেন বলে সম্মেলন সূত্র উল্লেখ করে।

পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু পরিচিত লিবিয়া এর আগে বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি। সম্মেলনের পর আশা করা হয়, দুই দেশের সম্পর্কের অচলাবস্থার অবসান ঘটে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে।

পর্যবেক্ষকদের মতে, আরব নেতাদের সঙ্গে আলোচনায় কতগুলো আরব দেশে পাকিস্তানি অপপ্রচারের প্রভাব কেটে যাবে।

 

সাক্ষরতা দিবসে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধনে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী দেশ থেকে নিরক্ষরতা উচ্ছেদের জন্য ব্যাপক ও সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রত্যেককে অক্ষরজ্ঞান লাভ করতে হবে। ঠাকুরগাঁওয়ে যে তিনটি গ্রাম থেকে নিরক্ষরতার অভিশাপ চিরতরে দূর হয়েছে সেখানে ভাষণদানকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী শিক্ষার আলো পায়নি। এমন সমাজ অগ্রগতি অর্জন করতে পারে না। নিরক্ষরতা একটি জাতীয় সমস্যা। জরুরিভিত্তিতে এর সমাধান করতে হবে।

 

/এফএ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী: নজরুল ইসলাম খান
বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী: নজরুল ইসলাম খান
জার্মানিতে ছুরি হামলায় ১৭ জন আহত, নারী আটক
জার্মানিতে ছুরি হামলায় ১৭ জন আহত, নারী আটক
চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক কর্মব্যস্ততা
ঈদুল আজহায় ট্রেনযাত্রাচট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক কর্মব্যস্ততা
কখন কী হয় এ নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে: আসাদুজ্জামান রিপন
কখন কী হয় এ নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে: আসাদুজ্জামান রিপন
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী