X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধুর ভাষণে আত্মপ্রত্যয়ী পুরো দেশ

উদিসা ইসলাম
১৬ ডিসেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৭ ডিসেম্বরের ঘটনা।)

 

১৯৭৩ সালের বিজয় দিবস। বাংলাদেশের মানুষ তখন স্বাধীন দেশে নানা চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলা শিখছে। জাতীয় দিবস পালনের প্রাক্কালে বঙ্গবন্ধু ১৫ ডিসেম্বর এক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে উদ্দীপ্ত হয়ে ওঠে পুরো জাতি। তার কিছুদিন আগেই ভয়াবহ ঘূর্ণিঝড় দুর্যোগের দুর্ভোগ ভুলে মেতে উঠেছিল সেদিন বিজয়ের আনন্দ উদযাপনে। 

 

আত্মপ্রত্যয়ে প্রদীপ্ত অনন্য একটি দিন

এদিন আত্মপ্রত্যয় প্রদীপ্ত জাতীয় দিবস পালন হয়। এদেশের সংগ্রামী মানুষের এই প্রত্যয়ের উজ্জ্বল প্রকাশ ঘটে জাতীয় দিবসের মিছিলে স্লোগানে, পোস্টারে ও ফেস্টুনে। আর লাখো জনতার দৃপ্ত পদক্ষেপে ঘোষিত হয় এগিয়ে চলা বলিষ্ঠ উচ্চারণ। সেদিন রাজপথ সশস্ত্রবাহিনী আর সর্বস্তরের মানুষের পদভারে মুখর হয়েছিল।

পরিবেশ কেমন ছিল? প্রতিবেদনে উল্লেখ করা হয়, গগনে সূর্য তখন ওঠেনি। ঘন কুয়াশায় ঢাকা রাজধানী। কিন্তু মানুষের ধৈর্য্যের বাঁধ মানে না। এরই মধ্যে বেরিয়ে পড়েছে রাস্তায়। ছুটেছে সোহরাওয়ার্দী উদ্যানে। ছুটেছে রাস্তার ধারে ধারে। জায়গা নিয়ে দাঁড়াতে শুরু করেছে রোডমার্চ দেখার জন্য। সকাল থেকে শুরু হয়েছে এই উৎসাহ-উদ্দীপনা সারা শহর হয়ে ওঠে উৎসবমুখর।

দৈনিক বাংলা, ১৭ ডিসেম্বর ১৯৭৩

ঐতিহাসিক গণমিছিল

জাতীয় দিবস উপলক্ষে গণঐক্যজোটের ও জোটের পক্ষ থেকে এই দিনে একটি মিছিল বের করা হয়। উদ্যান থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, রক্ষীবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সম্মিলিত ঐতিহাসিক উৎসব ও প্রাণচাঞ্চল্য মুখর রাজধানীর বিভিন্ন এলাকা পরিক্রমণ করে।

মিছিলে ঐক্যজোটের নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, গাজী গোলাম মোস্তফা, আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ ন্যাপের অধ্যাপক মুজাফফর আহমেদ, পঙ্কজ ভট্টাচার্য, মতিয়া চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড ফরহাদ, আব্দুস সালামসহ আরও অনেকে। এসব সংগঠনের নারী-পুরুষ মিছিল সহকারে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী ময়দানে এসে জমা হয়। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসহ অসংখ্য প্ল্যাকার্ড।

রোডমার্চ দেখার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে শহরে রাস্তার দুপাশে, শেরেবাংলা নগর থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত মানুষ আর মানুষ।

এই দিন জাতীয় স্মৃতিসৌধে শহীদ মিনারে পুষ্পাঞ্জলী অর্জন করেন বঙ্গবন্ধু। এরপর সকাল ৯টা ২৫ মিনিটে শেরেবাংলা নগরের অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। কিছু সময় পরে এসে পৌঁছান রাষ্ট্রপতি। বিউগল বাজিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়।

সকাল সাড়ে ৯টায় রোডমার্চ ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ বাজনার সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনী, ‘জয় বাংলা বাংলার জয়’ এই বাজনার তালে রক্ষীবাহিনী এবং অন্যরা জোর কদমে এগিয়ে নিপুণভাবে অভিনন্দন জানান।

ডেইলি অবজারভার, ১৭ ডিসেম্বর ১৯৭৩

জাতীয় দিবস সেবার দিল্লিতেও

দিল্লির বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় দিবস উদযাপন করা হয়। বাংলাদেশের হাইকমিশনার এ আর মল্লিক পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে এক ভাষণে ডক্টর মল্লিক স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে অর্থনৈতিক ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে হবে এবং এজন্য সহনশীলতা ও অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। মল্লিক স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী বন্ধন অটুট থাকবে ও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

/এফএ/
সম্পর্কিত
রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে ফেসবুকে স্ট্যাটাস, এসিল্যান্ডকে অব্যাহতি
গাজীপুর সিটি করপোরেশনবঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় চিঠি দিয়ে সচিব ওএসডি, প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি: পরিবেশ উপদেষ্টা
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি: পরিবেশ উপদেষ্টা
রাকিবুলের সাত উইকেট, শেষ বিকালে বাংলাদেশের অস্বস্তি
রাকিবুলের সাত উইকেট, শেষ বিকালে বাংলাদেশের অস্বস্তি
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন রুহুল আলম সিদ্দিকী
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন রুহুল আলম সিদ্দিকী
ভাইকে হত্যার পর লাশ গুমের জন্য নেওয়ার পথে ছোট ভাই ও তার স্ত্রী আটক
ভাইকে হত্যার পর লাশ গুমের জন্য নেওয়ার পথে ছোট ভাই ও তার স্ত্রী আটক
সর্বাধিক পঠিত
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা