X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

রমনা কালী মন্দিরে প্রার্থনায় কোবিন্দ, উদ্বোধন করলেন সম্প্রসারিত অংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ডিসেম্বর ২০২১, ১৩:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩:৩৩

ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করলেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মন্দির প্রাঙ্গনে পৌঁছালে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ভারতের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান। রাম নাথের স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দ এসময় সঙ্গে ছিলেন।

কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের ফলক উন্মোচনের পর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে প্রার্থনা করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে স্বাগত জানানো হয় ভারতের রাষ্ট্রপ্রধানকে। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গনে উপস্থিত মন্দির কমিটির সদস্য ও সনাতন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন কোবিন্দ। সব মিলয়ে ১৫ মিনিটের মতো রমনা কালী মন্দিরে অবস্থান করেন ভারতের রাষ্ট্রপতি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছান রাষ্ট্রপতি কোবিন্দ। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা।

সংস্কার হওয়া অংশের উদ্বোধন করছেন রাম নাথ কোবিন্দ (ছবি: পিআইডি)

সফরের প্রথম দিন বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে কোবিন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন। এছাড়া প্রথম দিন বিমানবন্দরে নেমেই সেখান থেকে হেলিকপ্টার করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি। সাভার থেকে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

পরের দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন তিনি।

রাষ্ট্রীয় সফর শেষ করে আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন কোবিন্দ।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাট-বস্ত্র-সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠক
ড. ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল