X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
ডিপ্লোম্যাটিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব

‘সমস্যা থাকলে ঢাকার সঙ্গে আলোচনা করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৭

কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কোনও কোনও দেশ বাংলাদেশ সরকারের ওপর অসন্তুষ্ট। তাদের অসন্তুষ্টি দূর করার চেষ্টা চলছে। এ বিষয়ে রবিবার (১৬ জানুয়ারি) এক কূটনৈতিক ব্রিফিংয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে ঢাকার সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছে বিদেশি কূটনীতিকদের।

ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্রিফিং-এর আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে প্রায় ৪০টি দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

আইনমন্ত্রী আনিসুল হক, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও এতে অংশ নেন। অনুষ্ঠানে জাপানসহ আরও কয়েকটি দেশের কূটনীতিকরা বিভিন্ন প্রশ্ন করেন।

জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আপনারা যদি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা বা কোনও কিছু আরও ভালো করার সুযোগ আছে বলে মনে করেন, তাহলে আগে আলাপ করে নিন। আলাপ করার পর যদি উন্নতি না হয় তবে নিজের দেশকে বা অন্য কাউকে জানান। কিন্তু প্রথমে আমাদের সঙ্গে আলাপ করুন।’

এদিকে বৈঠকে অংশগ্রহণকারী একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ব্রিফিং-এ সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ, সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

ওই সূত্র জানায়, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে সরকার কাজ করছে বলে কূটনীতিকদের জানিয়েছেন আইনমন্ত্রী। এ ছাড়া ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ব্যাখ্যাও দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, এ ছাড়া সহিংসতা, তৃতীয় লিঙ্গের নির্বাচনে জয়লাভ বিষয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া