X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২
ডিপ্লোম্যাটিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব

‘সমস্যা থাকলে ঢাকার সঙ্গে আলোচনা করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৭

কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কোনও কোনও দেশ বাংলাদেশ সরকারের ওপর অসন্তুষ্ট। তাদের অসন্তুষ্টি দূর করার চেষ্টা চলছে। এ বিষয়ে রবিবার (১৬ জানুয়ারি) এক কূটনৈতিক ব্রিফিংয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে ঢাকার সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছে বিদেশি কূটনীতিকদের।

ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্রিফিং-এর আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে প্রায় ৪০টি দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

আইনমন্ত্রী আনিসুল হক, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও এতে অংশ নেন। অনুষ্ঠানে জাপানসহ আরও কয়েকটি দেশের কূটনীতিকরা বিভিন্ন প্রশ্ন করেন।

জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আপনারা যদি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা বা কোনও কিছু আরও ভালো করার সুযোগ আছে বলে মনে করেন, তাহলে আগে আলাপ করে নিন। আলাপ করার পর যদি উন্নতি না হয় তবে নিজের দেশকে বা অন্য কাউকে জানান। কিন্তু প্রথমে আমাদের সঙ্গে আলাপ করুন।’

এদিকে বৈঠকে অংশগ্রহণকারী একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ব্রিফিং-এ সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ, সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

ওই সূত্র জানায়, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে সরকার কাজ করছে বলে কূটনীতিকদের জানিয়েছেন আইনমন্ত্রী। এ ছাড়া ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ব্যাখ্যাও দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, এ ছাড়া সহিংসতা, তৃতীয় লিঙ্গের নির্বাচনে জয়লাভ বিষয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
তেহরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি ঢাকা ফিরতে পারেন মঙ্গলবার
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
বৃহস্পতিবারের মধ্যে তেহরানে ফিরবেন বাংলাদেশের রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’