X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০
ডিপ্লোম্যাটিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব

‘সমস্যা থাকলে ঢাকার সঙ্গে আলোচনা করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৭

কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কোনও কোনও দেশ বাংলাদেশ সরকারের ওপর অসন্তুষ্ট। তাদের অসন্তুষ্টি দূর করার চেষ্টা চলছে। এ বিষয়ে রবিবার (১৬ জানুয়ারি) এক কূটনৈতিক ব্রিফিংয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে ঢাকার সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছে বিদেশি কূটনীতিকদের।

ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্রিফিং-এর আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে প্রায় ৪০টি দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

আইনমন্ত্রী আনিসুল হক, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও এতে অংশ নেন। অনুষ্ঠানে জাপানসহ আরও কয়েকটি দেশের কূটনীতিকরা বিভিন্ন প্রশ্ন করেন।

জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আপনারা যদি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা বা কোনও কিছু আরও ভালো করার সুযোগ আছে বলে মনে করেন, তাহলে আগে আলাপ করে নিন। আলাপ করার পর যদি উন্নতি না হয় তবে নিজের দেশকে বা অন্য কাউকে জানান। কিন্তু প্রথমে আমাদের সঙ্গে আলাপ করুন।’

এদিকে বৈঠকে অংশগ্রহণকারী একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ব্রিফিং-এ সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ, সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

ওই সূত্র জানায়, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে সরকার কাজ করছে বলে কূটনীতিকদের জানিয়েছেন আইনমন্ত্রী। এ ছাড়া ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ব্যাখ্যাও দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, এ ছাড়া সহিংসতা, তৃতীয় লিঙ্গের নির্বাচনে জয়লাভ বিষয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশ পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া
জিম্মি নাবিকদের মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ তৈরি হচ্ছে
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার