X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আমলাতন্ত্র থেকে বাঁচতে সোচ্চার হোন, সংসদে সরকারি দলের এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৪:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৪:১৪

সরকারি দফতরের পিয়নরাও সংসদ সদস্যদের ‘দাম দেয় না’ বলে অভিযোগ তুলে আমলাতন্ত্রের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার জন্য সকল এমপিদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। ময়মনসিংহ-৩ আসনের এই এমপি বলেন, ‘আমলাদের কাছে একটা এমপির মূল্য নেই। জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে কোনও সচিবের কাছে গেলে মূল্যায়ন নেই। তাদের শ্রদ্ধাবোধ নেই, পিয়ন পর্যন্ত আজকে আমাদের (এমপি) দাম দেয় না। আমরা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছি। এ থেকে বাঁচার জন্য সবাইকে সোচ্চার হতে হবে।’

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তার নির্বাচনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের প্রকল্প গ্রহণ করা হলেও তাতে গতি নেই অভিযোগ করে তিনি বলেন, ‘এলাকার স্কুল-কলেজ ও রাস্তাঘাটের উন্নয়ন কাজ স্থবির হয়ে গেছে। উপজেলা পরিষদ নির্মাণ কাজের ডিজাইন দেওয়া হলেও সেই কাজ হয়নি। সব কাজ একের পর এক বন্ধের পথে। ঠিকাদারদের জিজ্ঞাসা করলে তারা বলেন— টাকা পাইনি, কাজ কোত্থেকে করবো। এমপির কোটায় বরাদ্দ হওয়া ২০ কোটি টাকার কাজও করা হয় না। এরকম হলে নির্বাচনের সময় মানুষের কাছে জবাব দিতে পারবো না। নির্বাচনের আগে সামনে দুই বছর সময় আছে। এই সময়ের মধ্যে কাজগুলো শেষ করাতে না পারলে নির্বাচনের সময় জনগণের সঙ্গে কথা বলতে পারবো না।’

এলাকায় একটি মডেল মসজিদ নির্মাণের প্রসঙ্গ টেনে ময়মনসিংহের গৌরীপুর থেকে নির্বাচিত এই এমপি বলেন, ‘মডেল সমজিদ নির্মাণের জন্য তিন বছর আগে জায়গা নির্ধারণ করা হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করার পরও এর নির্মাণ কাজ হচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এখানে পিডি এক কথা বলেন, ডিসি আরেক কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আরেক কথা বলেন। জমিসহ সমস্ত ব্যবস্থা থকলেও কেন যে কাজ শুরু… এই প্রকল্পের পিডি সাহেবের মনে হয় স্বচ্ছতার অভাব রয়েছে। তার ভেতরে একটা দুর্বলতা রয়েছে।’

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ এই রাজনীতিক আরও বলেন, ‘সত্য কথা বলতে আমরা যদি সংসদে কথা বলি তাহলে বিষয়টি বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়। আমলাতান্ত্রিক জটিলতায় কিন্তু আমরা ভুগছি। আমলারা যেভাবে কথা বলেন! একটা এমপির মূল্য নেই আমলাদের কাছে। জাতীয় সংসদ সদস্য হিসেবে একজন সচিবের কাছে গেলে কোনও মূল্যায়ন নেই। তারা যে আমাদের শ্রদ্ধা করবেন- সেই শ্রদ্ধাবোধ পর্যন্ত নেই, পিয়ন পর্যন্ত আজকে আমাদের দাম দেয় না।’

সংসদ সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা এমপি হয়ে আসছেন, দেখেন আপনারা পার্লামেন্টে.. আপনাদের কী রকম করে, শুধু স্যারটাই বলে। এই স্যারটা (শব্দটা) শুধু না বলে পারে না। আমরা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছি। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সংসদ সদস্যদের বলবো দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী মাসে
কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছিল: সংসদে জিএম কাদের
খুন-অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী