X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর ৪৭ ও নৌবাহিনীর ৭ জনকে অনারারি কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ২৩:১০আপডেট : ২৫ মার্চ ২০২২, ২৩:১০

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর ১৬ জন অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন— অনারারি লেফটেন্যান্ট (ড্রাইভার) মো. আনিছুর রহমান, আমর্ড; অনারারি লেফটেন্যান্ট (ডিএমটি) মো. আবুল কাশেম ভুইয়া, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (ওসিইউ) মো. খায়রুল আমিন, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওইপি), মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট, ড্রাফটসম্যান, মো. আব্দুল করিম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট, ওয়াইঅবএস; মো. আবদুল মালেক, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (জিডি), মো. ওয়াহিদুজ্জামান ফকির, ই-বেঙ্গল, অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. রফিকুল ইসলাম আখন্দ, ই-বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. ইসমাইল ভূঞা, ই-বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ ফারুখ হোসেন হাওলাদার, ই-বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. এমদাদ হোসেন খান, বীর; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. হুমায়ুন কবির খান, বীর; অনারারি লেফটেন্যান্ট (এসএমটি) মো. সাজ্জাদ হোসেন, অর্ডন্যান্স; অনারারি লেফটেন্যান্ট (টিএসএ) মো. হাচিবুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ডিডব্লিউ), মো. মিজানুর রহমান, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (ওটিএ) মো. আবুল কালাম আজাদ, এএমসি।

সেনাবাহিনীর ৩১ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হচ্ছেন—মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) এস এম তারিকুল ইসলাম, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. রেজাউল করিম, এসইউপি, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) আল আমিন কোরাইশী, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার, ওসিইউ; মো. হাবিবুর রহমান, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার, কার্পেন্টার; মো. রিয়াজুল হক, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার, মেরিন ড্রাইভার; মো. রফিকুল ইসলাম; ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার, মেরিন ড্রাইভা; মো. হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস), মোহাম্মদ শামসুল আবেদীন, সিগন্যালস্; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস), মো. আবদুল কাদের, সিগন্যালস্; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) আবদুল হালিম মৈশান, সিগন্যালস্; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. শাহজাহান আলী, ই-বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মহসিন কবীর, ই-বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. কামাল উদ্দিন, ই-বেঙ্গলল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) ফারুক হোসেন, ই-বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) বুলবুল চৌধুরী, এসইউপি, ই-বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ সোহরাব হোসেন, ই-বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ আলম, ই-বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. ফকর উদ্দীন রাজী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আকতার উজ্জামান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জয়নাল আবেদীন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জসিম উদ্দিন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আবু বক্কর ছিদ্দিক, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুর রউফ, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. হামিদুর রহমান, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. শফিকুল ইসলাম, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এটি) মো. জিল্লুর রহমান, অর্ডন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আমানত আলী, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহিক্যাল) মো. আব্দুল মজিদ, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএআরসিটি) মো. কবির ভূঞা, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার, শামসুদ্দিন আহমদ, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহা. আল আজাদ, এএমসি।

এদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

অনারারি কমিশন প্রাপ্তরা হচ্ছেন- মোহাম্মদ সাজজাদ ইমাম, এমসিপিও(ও/ই); মোহাম্মদ শহিদুর রহমান, এমসিপিও(ক্যাট); মোহাম্মদ হোসেন আলী মন্ডল, এমসিপিও (ই); মোহাম্মদ কবির হোসেন ভূইয়া, এমসিপিও (এক্স) (এফসি ১); অশোক কুমার দত্ত, এমসিপিও (মেড) (পিএমএ); শেখ ইউনুস আলী, এমসিপিও (এক্স) (জিআই); মোহাম্মদ ইসমাইল, এমসিপিও (কম) ।

সেনাবাহিনী ও নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/আরটি/এফএ/
সম্পর্কিত
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
বান্দরবানে অভিযান শুরু হয়ে গেছে, জানালেন সেনাপ্রধান
‘বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও প্রশিক্ষণে সহায়তা করছে রাশিয়া’
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ