X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নামে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টাঙ্গাইল মেডিক্যাল কলেজের নামকরণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
এর আগে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর নামে এই মেডিক্যাল কলেজের নামকরণের দাবি তোলেন।
সানোয়ার হোসেন বলেন, আজ টাঙ্গাইল জেলার মানুষের আনন্দের দিন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি একযোগে ৬টি সরকারি ও ৫টি আর্মস ফোর্সের মেডিক্যাল কলেজের উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার একনেকের বৈঠকে টাঙ্গাইল মেডিক্যালের জন্য ৬৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ জন্য টাঙ্গাইলের ৪০ লাখ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে যাচ্ছে। এ জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাব, টাঙ্গাইল মেডিক্যাল কলেজটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করবেন।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, এ কথা সর্বজনস্বীকৃত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে বিপ্লব ঘটেছে। তার নেতৃত্বে শিশু ও মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে কমে গেছে। প্রধানমন্ত্রী  টাঙ্গাইল সফরে গিয়ে সেখানে একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করছেন। সংসদ সদস্যের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই ঘোষণা দিচ্ছি, টাঙ্গাইল মেডিক্যাল কলেজের নাম শেখ হাসিনার নামেই হবে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে