X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নমুনা পরীক্ষার সঙ্গে বাড়ছে শনাক্তের হার  

সাদ্দিফ অভি
২৪ জুন ২০২২, ১০:০০আপডেট : ২৪ জুন ২০২২, ১৫:২৩

বেসরকারি চাকরিজীবী নেহাল আহমেদ ঠান্ডা-জ্বর-কাশিতে ভুগছিলেন বেশ কয়েক দিন ধরে। অফিস থেকে বলায় গত ২০ জুন তিনি করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট পজিটিভ আসে। তার পরিবারের কারও লক্ষণ না থাকলেও তিনি সবার করোনা পরীক্ষা করান। আর তাতে তার স্ত্রীর পজিটিভ এলেও সন্তানের রিপোর্ট নেগেটিভ আসে। তাছাড়া তার অফিসের আরও দুই জন সহকর্মীরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান তিনি।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি হঠৎ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ৪ দিনে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। তার আগেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশের নিচেই ছিল। তাই তথ্য বলছে, নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্তের হারও বাড়ছে।

করোনা পরিস্থিতি এ রকম বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক টেকনিক্যাল কমিটি যে পরামর্শ দিয়েছে, সেগুলোর মধ্যে আছে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে সব ধরনের গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে। সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‌‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম বর্জন করা প্রয়োজন।  

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ৩ জুন থেকে ১১ জুনের মধ্যে করোনার নমুনা পরীক্ষা ৪-৬ হাজারের মধ্যে থাকলেও শনাক্তের হার ছিল ১ শতাংশ। ১২ জুন ৫ হাজার ২৮০ নমুনার বিপরীতে শনাক্ত হার হয় ২ শতাংশ, ১৫ জুন ৫ হাজার ৯৮৬ নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ শতাংশ, ১৬ জুন ৬ হাজার ২০০ নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ শতাংশ, ১৯ জুন ৮ হাজার ৭৪ নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ শতাংশ, ২০ জুন শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ১১ শতাংশ, ২২ জুন শনাক্তের হার ছিল ১৩ শতাংশ, ৮ হাজার ৫৩৬ নমুনার বিপরীতে আর ২৩ জুন ৯ হাজার ২১৪ নমুনার বিপরীতে শনাক্তের হার ১৪ শতাংশ ছাড়ায়।

দেশে গত বছর ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের সময়ও দেখা গেছে, ৪৫ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩০ শতাংশ। অন্যদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবের সময় ৪৬ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৩ শতাংশ। তখনও করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছিল শনাক্তের হার। গেলো বছরও জুন মাসের এই দিনে শনাক্তের হার ছিল ২০ শতাংশ। শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়াতে তখন সময় লেগেছিল ১০ দিন। গেলো জানুয়ারিতে ওমিক্রন তাণ্ডবের সময় শনাক্তের হার ২ শতাংশ থেকে ৩০ শতাংশ ছাড়াতে সময় লেগেছিল ২৩ দিন।

স্বাস্থ্য অধিদফতরের এপিডেমিওলজিক্যাল রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে (২৪তম সপ্তাহ ১৩-১৯ জুন) তার আগের সপ্তাহের (৬-১২ জুন) তুলনায় রোগী বেড়েছে ৩৮৩ শতাংশ। গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২১২ ও তার আগের সপ্তাহে ৪৫৮ জন। এ সময় পরীক্ষা বেড়েছে ২৩ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী কিছু দিন আগেও উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, নমুনা পরীক্ষা বাড়লে রোগী বাড়বে।

বিশেষজ্ঞরা বলেছেন করোনার নতুন ঢেউয়ে প্রবেশ করার কথা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংক্রমণ এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাজেই একটা নতুন ঢেউয়ে আমরা প্রবেশ করেছি। এখন যেহেতু টিকার আওতায় অনেকেই এসেছেন, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কম হবে। যার ক্ষয়ক্ষতি হওয়ার তা তো হবেই, তারপর আবার কোভিড পরবর্তী একটা জটিলতা থাকবে। সুতরাং, যারা টিকা নেয়নি এখনও, তাদের অবশ্যই টিকা নিতে হবে।’

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আরও ৮ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি