X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নমুনা পরীক্ষার সঙ্গে বাড়ছে শনাক্তের হার  

সাদ্দিফ অভি
২৪ জুন ২০২২, ১০:০০আপডেট : ২৪ জুন ২০২২, ১৫:২৩

বেসরকারি চাকরিজীবী নেহাল আহমেদ ঠান্ডা-জ্বর-কাশিতে ভুগছিলেন বেশ কয়েক দিন ধরে। অফিস থেকে বলায় গত ২০ জুন তিনি করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট পজিটিভ আসে। তার পরিবারের কারও লক্ষণ না থাকলেও তিনি সবার করোনা পরীক্ষা করান। আর তাতে তার স্ত্রীর পজিটিভ এলেও সন্তানের রিপোর্ট নেগেটিভ আসে। তাছাড়া তার অফিসের আরও দুই জন সহকর্মীরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান তিনি।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি হঠৎ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ৪ দিনে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। তার আগেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশের নিচেই ছিল। তাই তথ্য বলছে, নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্তের হারও বাড়ছে।

করোনা পরিস্থিতি এ রকম বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক টেকনিক্যাল কমিটি যে পরামর্শ দিয়েছে, সেগুলোর মধ্যে আছে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে সব ধরনের গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে। সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‌‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম বর্জন করা প্রয়োজন।  

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ৩ জুন থেকে ১১ জুনের মধ্যে করোনার নমুনা পরীক্ষা ৪-৬ হাজারের মধ্যে থাকলেও শনাক্তের হার ছিল ১ শতাংশ। ১২ জুন ৫ হাজার ২৮০ নমুনার বিপরীতে শনাক্ত হার হয় ২ শতাংশ, ১৫ জুন ৫ হাজার ৯৮৬ নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ শতাংশ, ১৬ জুন ৬ হাজার ২০০ নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ শতাংশ, ১৯ জুন ৮ হাজার ৭৪ নমুনার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ শতাংশ, ২০ জুন শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ১১ শতাংশ, ২২ জুন শনাক্তের হার ছিল ১৩ শতাংশ, ৮ হাজার ৫৩৬ নমুনার বিপরীতে আর ২৩ জুন ৯ হাজার ২১৪ নমুনার বিপরীতে শনাক্তের হার ১৪ শতাংশ ছাড়ায়।

দেশে গত বছর ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের সময়ও দেখা গেছে, ৪৫ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩০ শতাংশ। অন্যদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবের সময় ৪৬ হাজার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৩ শতাংশ। তখনও করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছিল শনাক্তের হার। গেলো বছরও জুন মাসের এই দিনে শনাক্তের হার ছিল ২০ শতাংশ। শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়াতে তখন সময় লেগেছিল ১০ দিন। গেলো জানুয়ারিতে ওমিক্রন তাণ্ডবের সময় শনাক্তের হার ২ শতাংশ থেকে ৩০ শতাংশ ছাড়াতে সময় লেগেছিল ২৩ দিন।

স্বাস্থ্য অধিদফতরের এপিডেমিওলজিক্যাল রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে (২৪তম সপ্তাহ ১৩-১৯ জুন) তার আগের সপ্তাহের (৬-১২ জুন) তুলনায় রোগী বেড়েছে ৩৮৩ শতাংশ। গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২১২ ও তার আগের সপ্তাহে ৪৫৮ জন। এ সময় পরীক্ষা বেড়েছে ২৩ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী কিছু দিন আগেও উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, নমুনা পরীক্ষা বাড়লে রোগী বাড়বে।

বিশেষজ্ঞরা বলেছেন করোনার নতুন ঢেউয়ে প্রবেশ করার কথা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংক্রমণ এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাজেই একটা নতুন ঢেউয়ে আমরা প্রবেশ করেছি। এখন যেহেতু টিকার আওতায় অনেকেই এসেছেন, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কম হবে। যার ক্ষয়ক্ষতি হওয়ার তা তো হবেই, তারপর আবার কোভিড পরবর্তী একটা জটিলতা থাকবে। সুতরাং, যারা টিকা নেয়নি এখনও, তাদের অবশ্যই টিকা নিতে হবে।’

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী