X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুরুষরা সুবিধা দেবে না, নারীদেরই লড়াই চালিয়ে যেতে হবে: টিপু মুনশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১৫:০৫আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৫:২৬

এ সমাজে পুরুষরা নারীদের খুব বেশি সুযোগ দেবে না, নারীদের নিজেদেরই অধিকার আদায়ে লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২-এ 'বৃহৎ শিল্পে নারী' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন  তিনি।

মন্ত্রী বলেন, ‘পুরুষ মানুষেরা খুব একটা সুবিধা মহিলাদের দেবে না। লড়াইটা আপনাদেরই চালিয়ে যেতে হবে। কেননা, যত ভালো ভালো কথাই বলি না এখানে দাঁড়িয়ে, সম্পত্তি ভাগের সময় সম্পত্তি একটুও ছাড়বে না। ধর্ম ওদিকে মানুক আর না মানুক, শরিয়া আইনটা তাদের কাছে একেবারেই অগ্রগণ্য।'

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

তিনি আরও বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায়ী হজের ভাষণে নারীদের বেশ খানিকটা এগিয়ে দিয়ে গেছেন। কিন্তু সেটা তো শেষ হওয়ার কথা না। উনি তো পথ দেখিয়ে গেছেন। সেটা যদি আমরা বিশ্বাস করি সেই পথে হাঁটতে হবে। কোথাও বলা হয়নি অর্ধেক সম্পত্তি দেওয়া যাবে না। শুধু মনমানসিকতা দরকার। আমাদের বোনেরা সবাই সম্পত্তিতে সমান অধিকার পেতে পারে। দেওয়ার ইচ্ছেটাই এখানে থাকা উচিত।'

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

হিন্দু নারীদের সম্পত্তিতে অধিকার নিয়ে তিনি বলেন, ‘মাইনরিটি কমিউনিটিতে ছোট্ট সমস্যা আছে। আমি সংসদে এ নিয়ে অনেক কথা বলেছি তাদের সঙ্গে। মাইনরিটি কমিউনিটি থেকে নির্বাচিত হয়ে এসেছেন বিশেষ করে যারা নারী, তাদের সমস্যাটার কথা তারা বলছেন। হিন্দু সমাজে নারীরা কেন সমান সম্পত্তির অধিকার, যেটা ভারতে হয়েছে, সেটা কেন বাংলাদেশে হচ্ছে না। তারা বলছেন তাদের এখানে একটু সমস্যা আছে। বাংলাদেশ ৯০ ভাগ মুসলিম। সেক্ষেত্রে মেয়েরা যদি একজন মুসলিমকে বিয়ে করে সমাজ থেকে বেরিয়ে যায়, সম্পত্তি দিলে আমাদের যে পারিবারিক সম্পত্তি আছে সেখানে সম্পত্তি ভাগ হবে। সেটা আমরা চাই না। আমাদের মাইনরিটি কমিউনিটির বসতি আছে, সেখানে তারা ঢুকে পরুক এটা চাই না।’

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

টিপু মুনশি জানান, তবে সেটাও কিন্তু সমাধান করা যায়। সেখানে না দিলেও যদি মাইন্ডসেট থাকে তাদের দেবো তাহলে তাদের দেওয়া যায়।

অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন বার্জার পেইন্টস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী। অন্যান্যের মধ্যে লেকশোর হসপিটালিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহজুজা মায়সুন ও  হার স্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জারিন মাহমুদ উপস্থিত ছিলেন।

ছবি: নাসিরুল ইসলাম।

আরও পড়ুন- 

বৃহস্পতিবার ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ঘোষণা

২৫ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগ: পলক

কৃষিপণ্য বাজারজাতকরণে সমবায়কে জোরদারের আহ্বান

/আরএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে কলকাতা থেকে ১২ জন বাংলাদেশে
বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডাসহ তিন দেশের প্রতিনিধির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী