X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

প্রধানমন্ত্রীর জাপান সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হবে: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ২১:৫৭আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২১:৫৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের দিনক্ষণ পুনর্নির্ধারণ করা হবে। খুব শিগগিরই এটি হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, ‘শিগগিরি এই সফরটি হবে।’

শাহরিযার আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পিত এই সফরটি সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও তারিখ ঘোষণা করা না হলেও, গণমাধ্যমে একটি তারিখ প্রকাশিত হয়েছে। কিন্তু ওই তারিখে পরিকল্পিত সফরটি হবে না।’ টোকিও’র রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত দিয়ে কূটনীতির প্রয়োজনে শেষ মুহূর্তে এ ধরনের পরিবর্তন হতেদ পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা একটি তারিখ শুনেছেন। কিন্তু জাপানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি সেই তারিখে হবে না।’ 

পরে ভিন্ন এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘জাপানে বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা চলছে এবং আমরা পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছি।’

তিনি বলেন, ‘জাপানে কোভিড-১৯ পরিস্থিতি আরেকটি ইস্যু। এর ফলে বাংলাদেশি প্রতিনিধি দলের সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ থাকতে পারে, যেখানে  প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বেশি সংখ্যক ব্যবসায়ী জাপান সফরের কথা।’

এর আগে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-জাপানের সম্পর্ক অত্যন্ত গভীর। এই সফরের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হবে।’ শাহরিযার আলম বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে দু’দেশের মধ্যে কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।’

ইতোপূর্বে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী টোকিও সফরে যেতে পারেন।

জাপান ও আন্তর্জাতিক গণমাধ্যমে গত এক মাসে জাপানের তিন মন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশিত ও সম্প্রচারিত হওয়ার পর প্রধানমন্ত্রীর জাপান সফর পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ গত রবিবার জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মিনোরু তেরাডা পদত্যাগ করেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা তুলে নিয়েছে ফিলিপাইন
সাইবার হামলার কবলে জাপানের মহাকাশ সংস্থা, সন্দেহের তির চীনের দিকে
জাপান উপকূলে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বশেষ খবর
ইউজার নেম দিয়ে ব্যবহারকারীকে খুঁজে বের করবে হোয়াটসঅ্যাপ
ইউজার নেম দিয়ে ব্যবহারকারীকে খুঁজে বের করবে হোয়াটসঅ্যাপ
বিশ্বকাপ ব্যর্থতা: নির্বাচক-ক্রিকেটারদের ডেকেছে তদন্ত কমিটি
বিশ্বকাপ ব্যর্থতা: নির্বাচক-ক্রিকেটারদের ডেকেছে তদন্ত কমিটি
খড়বোঝাই ট্রাকে আগুন, আহত ২
খড়বোঝাই ট্রাকে আগুন, আহত ২
নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার, সতর্ক করলো এনসিটিবি
নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার, সতর্ক করলো এনসিটিবি
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ