X
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
১৪ চৈত্র ১৪২৯

সংসদ নির্বাচন: আগের সীমানাই বহাল রাখতে চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৫

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে ৩০০ আসনের নির্বাচনি এলাকার সীমানার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে প্রকাশ করা হলেও আগের সংসদ নির্বাচনে নির্ধারিত সীমানাই বহাল রাখতে চায় সংস্থাটি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এমন তথ্য জানান।

সচিব বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যে ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। 

সীমানা নিয়ে ‘আপত্তি’-তে ইতোমধ্যে নিজ উদ্যোগে প্রায় ২০ থেকে ২৫টি আবেদন জমা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যেসব দাবি আপত্তি উত্থাপিত হবে এবং এখন পর্যন্ত যেসব আবেদন জমা হয়েছে সবগুলো মিলিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে বিধিবিধানের আলোকে চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে।’

সংসদীয় আসনে পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘এ বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপরে নির্ভর করে।’

সচিব বলেন, ‘আমরা আগে খসড়া প্রকাশ করবো। এরপরে আপত্তি আবেদনগুলো পর্যালোচনা করে বলতে পারবো আসলে কয়টায় (আসনে) কী (পরিবর্তন) হয়েছে।’

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘দ্বাদশ নির্বাচনের পূর্ববর্তী সময়ে যেভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ এখন যেটা আছে সেটা দিয়েই আমরা খসড়া প্রকাশ করবো। এরপর কারও যদি কোনও আপত্তি থাকে, সেই আপত্তি দাখিল করবে। সব আবেদনের শুনানি হবে। এরপর চূড়ান্ত হবে কয়টা আসনের সীমানা পরিবর্তন হচ্ছে।’

খসড়া কবে নাগাদ প্রকাশ করা হবে এই প্রশ্নের তিনি বলেন, ‘খসড়া দ্রুতই প্রকাশ করা হবে। এটা আমরা আগামী সপ্তাহের মধ্যেই করে দেবো। বাস্তবতা এবং আইনের বিষয়টাও তাই। আগে তো মানুষকে জানাতে হবে। তারপর তাদের কোনও আপত্তি থাকলে তার ওপর শুনানি হবে।’

তিনি জানান, ‘যে আইন আছে প্রথম হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা, তারপর আঞ্চলিক অবিভাজ্যতা, তারপর প্রশাসনিক এলাকা, চতুর্থত জনসংখ্যার ঘনত্ব। এসব বিবেচনায় নিয়ে যদি প্রয়োজন হয় সংশোধন হবে। না হলে হবে না।’

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এটি বর্তমান কমিশনের প্রথম কমিশন বৈঠক। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিসভায় উঠছে আরপিও সংশোধনী প্রস্তাব৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে ৭ বছর সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো
নির্বাচন কমিশনের চিঠির জবাব কীভাবে দেবে বিএনপি?
সংলাপের চিঠি হলো ভোট চুরির লেটেস্ট কৌশল: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
জনবল-সরঞ্জাম সংকটে ভুগছে নীলফামারীর ৮ ফায়ার স্টেশন
জনবল-সরঞ্জাম সংকটে ভুগছে নীলফামারীর ৮ ফায়ার স্টেশন
টিভিতে আজকের খেলা (২৮ মার্চ, ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৮ মার্চ, ২০২৩)
‘সাদা কাপড়ে জড়িয়ে গেলে, ভালোবাসার মানুষের অভাব হয় না’
‘সাদা কাপড়ে জড়িয়ে গেলে, ভালোবাসার মানুষের অভাব হয় না’
আয়ারল্যান্ডকে হারাতে ঘাম ছুটলো ফ্রান্সের
আয়ারল্যান্ডকে হারাতে ঘাম ছুটলো ফ্রান্সের
সর্বাধিক পঠিত
‘ব্রয়লারের দাম ১৯০ টাকা ঘোষণা দিয়ে ১৬০ টাকা কীভাবে হলো গোয়েন্দা সংস্থা দেখছে’
‘ব্রয়লারের দাম ১৯০ টাকা ঘোষণা দিয়ে ১৬০ টাকা কীভাবে হলো গোয়েন্দা সংস্থা দেখছে’
চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!
চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা