X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

মাথাপিছু আয় ডলারে কমেছে টাকায় বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৬:৫৫আপডেট : ১১ মে ২০২৩, ১৬:৫৫

এ বছর মাথাপিছু আয় ডলারে কমেছে, তবে টাকায় বেড়েছে। ডলারের হিসাবে এর পরিমাণ ২৮০০ ডলারের কম। এদিকে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩। বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, জিডিপি ও মাথাপিছু আয়ের পূর্ণাঙ্গ তথ্য শিগগিরই জানিয়ে দেওয়া হবে, যা এখন প্রধানমন্ত্রীর কাছে আছে, তিনি দেখে দেবেন। তারপর আমরা জানিয়ে দেবো।

মাথাপিছু আয়  সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘মাথাপিছু আয় টাকায় বেড়েছে, ডলারে কমেছে। আমরা টাকার মানুষ টাকায় বেড়েছে। এজন্য আমরা খুশি।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল ইসলাম জানান,  বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩। মাথাপিছু আয় এবার কিছুটা কমবে। ডলারের মূল্য বৃদ্ধির কারণে এটি কমেছে। এটি ২৮০০ ডলারের কম। সঠিক ফিগার এই মুহূর্তে বলতে পারছি না। প্রতিমন্ত্রী জানান, ৬ মাসের তথ্যের ভিত্তিতে জিডিপি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এটি পরিবর্তন হতে পারে।

এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর ওই অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার দাঁড়িয়েছিল বলে সরকার জানিয়েছিল। পরে গত ৫ ফেব্রুয়ারি বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে দেশের মাথাপিছু আয়ের হিসাব ২ হাজার ৮২৪ মার্কিন ডলার থেকে সংশোধন করে ২ হাজার ৬৮৭ ডলারে আনা হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
এপ্রিলে এসেছে ২৭৫২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত!
নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত!
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩৫ হাজার উদ্যোক্তা
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩৫ হাজার উদ্যোক্তা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাওয়ায় এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সামনে ব্লকেড
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাওয়ায় এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সামনে ব্লকেড
লঞ্চে তরুণীদের পেটানো সেই যুবক আটক
লঞ্চে তরুণীদের পেটানো সেই যুবক আটক
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ