X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত!

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ১৬:৩১আপডেট : ১০ মে ২০২৫, ১৬:৩৫

দুই দেশের সংঘাতের মাঝেই এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শুক্রবার ওমানের মাস্কাটে হয়েছে দুই দলের লড়াই। 

এই লড়াইয়েও উত্তেজনা যে ছিল না এমন নয়। ভারত প্রতিবাদে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল। যদিও আয়োজকরা তাদের এই বলে সতর্ক করে দেয়, এই ধরনের আচরণ তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট।

দুই দেশের সংঘাতের জেরে শুরুতে এই ম্যাচ বয়কটের কথাও ভেবেছিল ভারতীয় দল। দেশে জনরোষের মুখে পড়তে হবে- এমন ভাবনায় ম্যাচ না খেলার পক্ষে অবস্থান নিতে চেয়েছিল। কিন্তু এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন নিষেধাজ্ঞা ও জরিমানার শাস্তির কথা বলে সতর্ক করে দিলে বাধ্য হয়ে খেলতে নামে তারা। 

এই প্রসঙ্গে ভারতের হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের চার্টার অনুসারে এই ম্যাচ বয়কট করলে আমাদের ১০ হাজার ডলার জরিমানা দিতে হতো। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টেও নিষিদ্ধ হওয়া লাগতো দুই বছর। তাই আইএইচএফ ক্যাটাগরিকালি আমাদের জানায়, ভারত যদি এই ম্যাচ না খেলে তাহলে সেটা অলিম্পিক চার্টারের চেতনা বিরোধী কাজ হবে। তাই আমাদের কোনও বিকল্প ছিল না।’

পুল ম্যাচটা অবশ্য ২-০ ব্যবধানে হেরেছে ভারত। সম্ভাবনা আছে দুই দল আবারও একই ইভেন্টে সেমিফাইনাল ও ফাইনালে মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে কী করা হবে এমন প্রশ্নে পান্ডে বলেছেন, ‘আমন্ত্রণের বিষয়টি এক মাস আগেই অগ্রীম জানানো হয়েছে। ভারতের নারী ও পুরুষদের দলও মাস্কাটে পৌঁছায় ৫ মে। তাই আমরা জানতাম না যে দুই দেশের পরিস্থিতি এতটা বিরোধপূর্ণ হয়ে যাবে। সম্ভাবনা আছে দুই দলের আবারও সেমিফাইনাল ও ফাইনালে মুখোমুখি হওয়ার। আমরা মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশনার অপেক্ষায় আছি। যদি কয়েক দিনের মধ্যে না আসে, তাহলে আমরা দলকে বলবো পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ছেড়ে দিতে। যদি তেমন কিছু হয়।’

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ মে। এই টুর্নান্টে আবার ২০২৬ বিশ্ব বিচ হ্যান্ডবলের বাছাই টুর্নামেন্টও। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
শহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
শ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
চট্টগ্রামে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী
চট্টগ্রামে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু