X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নভেম্বরে চালু হবে নির্বাচনি অ্যাপ, তফসিলও তখন: ইসি আনিছুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৫:৫৯

নির্বাচন কমিশনার মো. আানিছুর রহমান বলেছেন, নির্বাচনি ব্যবস্থাপনা অ্যাপ নভেম্বরের মধ্যে চালু করা হবে। যেহেতু ওই সময়ে নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে যাবে, সে সময়ে অনলাইনে মনোনয়ন জমার ব্যবস্থা রাখা হলে তা চালু করতে হবে।

বুধবার (৯ আগস্ট) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট করতে হলে নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। অন্তত ৪০-৪৫ দিন সময় রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি নিতে হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে তফসিলের সম্ভাবনা নেই, নভেম্বরের দ্বিতীয়ার্ধে তফসিলের আভাস দেন তিনি।

নভেম্বরে যথাসময়ে কমিশন আলোচনা করে তফসিল দেওয়ার কথা জানান মো. আনিছুর রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিসেম্বরে (তফসিল ঘোষণা) যাওয়া যাবে না। আমরা বলেছি- ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের কথা। কাজেই ডিসেম্বরে তো যেতে পারবো না, অন্তত ৪৫ দিন আগেই তফসিল দেই সাধারণত। আশা করা যায়, সব প্রস্তুত হয়ে গেলে সিইসি মহোদয় যে সময় বলেছেন, ওই সময়ে তফসিল দেওয়া যাবে। (নভেম্বরে) যথাসময়ে তফসিল দেওয়া হবে।’

নির্বাচনি ব্যবস্থাপনা অ্যাপ নভেম্বরের মধ্যে চালু করতেই হবে বলে মনে করেন এ নির্বাচন কমিশনার।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগ্রহী প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা, ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্য জানানোসহ একগুচ্ছ সেবা দিতে ‘নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ’ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তফসিলের আগে নির্বাচনি ম্যানেজমেন্ট অ্যাপ চালু করতে হবে, তা না হলে এটা চালু করলাম কেন? প্রশ্ন রাখেন আনিছুর রহমান। বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমাসহ নানা বিষয় এ অ্যাপে থাকবে। যে অবস্থায় রয়েছে আমাদের খুব বেশি সময় লাগবে না, নভেম্বরে চালু করতে পারবো। অ্যাপস আমরা নভেম্বরে চালু করবো। সিইসি’র সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সূত্র ধরে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, সিইসি মহোদয় তো বলে দিয়েছেন ওই সময়ের মধ্যে তফসিল হবে। আপনারা জানেন, তিনি নভেম্বরের কথাই বলেছেন।

নভেম্বরের দ্বিতীয়ার্ধে তফসিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, যথাসময়ে হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন কবে হতে পারে তা স্পষ্ট করে না জানালেও গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অক্টোবরের আগে তারা তফসিল দিচ্ছেন না।

তিনি বলেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়নি, সিদ্ধান্ত হয়নি। অক্টোবরের আগে তফসিল দেওয়া সম্ভব না।

সাংবাবিধানিকভাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সে ক্ষেত্রে ১ নভেম্বর শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
অচিরেই দেশের সব ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে: জামায়াত সেক্রেটারি
সর্বশেষ খবর
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল