X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৬:২৮আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯:৫৩

বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তে নতুন ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ প্রণয়ন করতে এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে নীতিগত অনুমোদনে যা যা ছিল, তার সবই ঠিক রেখে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আইনটির। নীতিগত অনুমোদনে অজামিনযোগ্য দুটি ধারাকে জামিনযোগ্য করা হয়েছে।

নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষ করে সোমবার (২৮ আগস্ট) মন্ত্রিসভায় তোলা হয় আইনটি। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই আইনের খসড়ায় কমানো হয়েছে সাজার মেয়াদ। চূড়ান্ত অনুমোদনে নতুন আইনের চারটি ধারা অজামিনযোগ্য। এগুলো হলো- ১৭, ১৯, ২৭ এবং ৩৩ ধারা। বাকি সব ধারা জামিনযোগ্য আছে চূড়ান্ত অনুমোদনে।

তাছাড়া সাইবার সিকিউরিটি আইনের সঙ্গায় কিছু পরিবর্তন আনা হয়েছে। জাতির পিতার জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করা হয়েছে।

পরিবর্তন বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেছেন, আগের ২১ ধারাসহ আরও একটি ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলোর কার্যক্রম নিয়ে তিনি বলেন, সেগুলো চলবে। নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেখানে প্রয়োগ হবে না। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলোতে যেন কারাদণ্ড না দেওয়া হয় সেরকম কিছু করার ব্যবস্থা আমরা নিচ্ছি। 

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, আগামী সংসদে আইনটি উত্থাপন করা হবে। কারাদণ্ড কমিয়ে জরিমানা বাড়ানো এবং সাজার মেয়াদ কমানো হয়েছে নীতিগত অনুমোদনের মতোই।

এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:

পরিবর্তন ও সংশোধন হচ্ছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ 
কী থাকছে সাইবার নিরাপত্তা আইনে? 
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

/এসআই/এমএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কলেজছাত্রীর ছবি এডিট করে হুমকি দেওয়া যুবক গ্রেফতার
ভারতে সাইবার প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার
বর্তমানে সাইবার অপরাধীদের অন্যতম টার্গেট ‘নারী’
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ