X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ, আশা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৯:২৫আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯:৫৯

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যব্ক্ষেণ করার জন্য কমনওয়েলথ থেকে পর্যবেক্ষক দল ঢাকায় আসবে বলে আশা করছে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) কমনওয়েলথ থেকে আসা চার সদস্যের অগ্রবর্তী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।

সফরকারী অগ্রবর্তী দলটি নির্বাচন কমিশন, সরকারের গুরুত্বপূর্ণ দফতর, রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে বৈঠক করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি যে তারা আসবেন। আমরা নিশ্চিত করেছি, তাদের লজিস্টিক ও প্রটোকলের যে সাপোর্ট প্রয়োজন হয়—সেজন্য তারা আমাদের প্রটোকল বিভাগের সঙ্গে বৈঠক করেছে।’

শাহরিয়ার আলম জানান, কমনওয়েলথ প্রতিনিধিদলটি তাদের পরিকল্পনা ব্যাখ্যা করেছেন যে অন্যান্য মিশনের মতো এটিও একটি অগ্রবর্তী মিশন। তারা ফিরে গিয়ে তাদের অভিজ্ঞতার আলোকে রিপোর্ট দেবে। তারা জানেন যে সময় খুব সংক্ষিপ্ত। তারা শেষ মুহূর্তে এসেছেন। খুব দ্রুততার সঙ্গে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ দলের পর্যবেক্ষণ আছে কিনা, জানতে চাইলে শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় নির্বাচনের সময় পরিবেশ কিছুটা তুলনামূলক বিশৃঙ্খল থাকে। তারাও বিষয়টি জানেন। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের পুলিশ ও আইজিপির সঙ্গে তারা দীর্ঘক্ষণ আলাপ করেছে। আমার সঙ্গে বৈঠকে এ বিষয়টি নিয়ে আলাপ হয়েছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রায়ই বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি নিয়ে আমরা কোনও কিছু ভাবছি না। তারা যতটুকু করতে চায়, ততটুকু প্রশ্ন নেবে এবং উত্তর দেবে। এটা তাদের বিষয়।’

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এ ধরনের  প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে টিকে থাকতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটি ধ্রুব সত্য। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর নমিনেশন ফরম জমা দেওয়ার শেষ দিন। সেদিন পর্যন্ত নির্বাচনে আসার বিষয়টি উন্মুক্ত।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বশেষ খবর
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই