X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ, আশা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৯:২৫আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯:৫৯

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যব্ক্ষেণ করার জন্য কমনওয়েলথ থেকে পর্যবেক্ষক দল ঢাকায় আসবে বলে আশা করছে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) কমনওয়েলথ থেকে আসা চার সদস্যের অগ্রবর্তী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।

সফরকারী অগ্রবর্তী দলটি নির্বাচন কমিশন, সরকারের গুরুত্বপূর্ণ দফতর, রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে বৈঠক করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি যে তারা আসবেন। আমরা নিশ্চিত করেছি, তাদের লজিস্টিক ও প্রটোকলের যে সাপোর্ট প্রয়োজন হয়—সেজন্য তারা আমাদের প্রটোকল বিভাগের সঙ্গে বৈঠক করেছে।’

শাহরিয়ার আলম জানান, কমনওয়েলথ প্রতিনিধিদলটি তাদের পরিকল্পনা ব্যাখ্যা করেছেন যে অন্যান্য মিশনের মতো এটিও একটি অগ্রবর্তী মিশন। তারা ফিরে গিয়ে তাদের অভিজ্ঞতার আলোকে রিপোর্ট দেবে। তারা জানেন যে সময় খুব সংক্ষিপ্ত। তারা শেষ মুহূর্তে এসেছেন। খুব দ্রুততার সঙ্গে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ দলের পর্যবেক্ষণ আছে কিনা, জানতে চাইলে শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় নির্বাচনের সময় পরিবেশ কিছুটা তুলনামূলক বিশৃঙ্খল থাকে। তারাও বিষয়টি জানেন। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের পুলিশ ও আইজিপির সঙ্গে তারা দীর্ঘক্ষণ আলাপ করেছে। আমার সঙ্গে বৈঠকে এ বিষয়টি নিয়ে আলাপ হয়েছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রায়ই বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি নিয়ে আমরা কোনও কিছু ভাবছি না। তারা যতটুকু করতে চায়, ততটুকু প্রশ্ন নেবে এবং উত্তর দেবে। এটা তাদের বিষয়।’

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এ ধরনের  প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে টিকে থাকতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটি ধ্রুব সত্য। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর নমিনেশন ফরম জমা দেওয়ার শেষ দিন। সেদিন পর্যন্ত নির্বাচনে আসার বিষয়টি উন্মুক্ত।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন