X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কর্মীর তুলনায় মাথাপিছু রেমিট্যান্স কম: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:১১

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, কর্মীর দক্ষতার দিকে আমাদের বিশেষ নজর দেওয়া দরকার। আমরা অনেক লোক পাঠাচ্ছি, কিন্তু সেই তুলনায় আমাদের মাথাপিছু রেমিট্যান্স খুবই কম। অনেক দেশ কম লোক পাঠিয়ে এর চেয়ে বেশি রেমিট্যান্স নিতে পারে। আমরা কেন পারছি না, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলবো— এদিকে একটু অগ্রাধিকার দিয়ে এখানে কিছু এনগেজমেন্ট বাড়ানোর জন্য। তাতে রাতারাতি কোনও পরিবর্তন না হলেও ওই পথে যেন আমাদের যাত্রা শুরু হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ’৭১ হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মাহবুব হোসেন বলেন, ‘সরকারের তরফ থেকে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো প্রচারের বিষয়ে আরও বেশি উদ্যোগ নিতে হবে। প্রবাসী কর্মীরা যে রেমিট্যান্স পাঠান, সেটা যেন বৈধ পথে পাঠান। সেক্ষেত্রে তারা কী কী সুযোগসুবিধা পাবেন, কিংবা পাচ্ছেন— সেগুলো ব্যাপক প্রচার করা দরকার। শুধু প্রচার না, সেখানে যদি আমাদের প্রাতিষ্ঠানিক কোনও দুর্বলতা থাকে, সেগুলো বের করে আমাদের অ্যাড্রেস করা দরকার।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেসব গন্তব্যে কর্মীরা সচারচর যায়, আমাদের কিন্তু নতুন নতুন গন্তব্য তৈরি হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলোতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। সুতরাং, তাদের অর্থনীতির প্রয়োজনে জনসংখ্যার একটা সম্পর্ক আছে। সেই জনসংখ্যার ভারসম্য তৈরি করার জন্য বাইরে থেকে লোক নেয়। আমরা শুধু কর্মী না পাঠিয়ে, শুধু মধ্যপ্রাচ্যকে টার্গেট না করে, যদি ইউরোপ কিংবা পাশ্চাত্যের দিকে নজর দেই, সেখানে যাতে আমরা আরও  বেশি লোক পাঠাতে পারি— সেদিকে আমাদের বিশেষ নজর দেওয়া জরুরি। যতদ্রুত সম্ভব আমাদের এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। কিছু কিছু দেশের লোক খুব বেশি যায়, তারা যেতে পারলে আমরা কেন পারছি না, সেটাও খতিয়ে দেখা উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ  শুধু তাদের কল্যাণের বিষয় হিসেবে বিবেচ্য হতে পারে না। প্রবাসীরা যেখানে থাকেন প্রত্যেকেই বাংলাদেশের পতাকা হয়ে থাকেন। এই বিষয়টা একটু স্বীকৃতি পাওয়া উচিত। প্রবাসীরা ফেরত আসার পর তারা যে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখেন, সেগুলো আমাদের হিসাবের মধ্যে থাকা বাঞ্ছনীয়।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন— জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, আইওএম  বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ ও বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন।

আরও পড়ুন:

কর্মীর তুলনায় মাথাপিছু রেমিট্যান্স কম: মন্ত্রিপরিষদ সচিব

কর্মীর তুলনায় রেমিট্যান্স কেন কম?

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
সর্বশেষ খবর
কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে পর্যটকসহ নিহত ২
কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে পর্যটকসহ নিহত ২
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক