X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা চান মোমেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২২

নির্বাচনি এলাকায় পণ্যবাহী ট্রাকে থেকে চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় কিছু সন্ত্রাসী নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। তিনি এই চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা বাজেয়াপ্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় তিনি এসব কথা বলেন। সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় এ ধরনের নোটিশের মধ্যে যেগুলো গ্রহণ করা হয় না সেগুলো নিয়ে দুই মিনিট করে আলোচনার সুযোগ পান সংশ্লিষ্ট সংসদ সদস্যরা।

নিজের নির্বাচনি এলাকা সিলেট ১-এর কথা উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, আমার এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আমার কাছে অভিযোগ করেছেন স্থানীয় কিছু সন্ত্রাসী প্রতি রাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন— শাক-সবজি, চিনি ইত্যাদি পরিবহনে যে ট্রাকগুলো আসে সন্ত্রাসীরা প্রতিটি ট্রাক থেকে ৫-১০ হাজার টাকা জোর করে নেয়। চাঁদা না দিলে ট্রাকগুলো ছিনতাই করে। আমি যখন এ বিষয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি তখন দুয়েকদিনের জন্য সন্ত্রাসী তৎপরতা কিছুটা কমে। কিন্তু পরবর্তীতে আবার তা শুরু হয়। এই চাঁদাবাজদের অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরা অত্যন্ত অসন্তুষ্ট। স্থানীয় সাংসদ হিসেবে এই চাঁদাবাজি বন্ধের জন্য আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। একইসাথে সন্ত্রাসীরা চাঁদাবাজি বাবদ যে টাকা সংগ্রহ করে তা যেন বাজেয়াপ্ত করা হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।

এদিকে একাত্তর বিধির বাতিল নোটিশের ওপর বক্তব্যকালে নিত্যপণ্য নিয়ে সরকার দলীয় হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, মূল্যস্ফীতির এ সময়ে আমাদের বড় সমস্যা প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া। এটাও সত্য উচ্চ মূল্যস্ফীতি বৈশ্বিক কারণে। বিশ্বে মুদ্রাস্ফীতি নিম্নমুখী, এখন আমাদের নিত্যপণ্যের দাম কীভাবে কমানো যায় সেটার জন্য বাণিজ্যমন্ত্রীকে (প্রতিমন্ত্রী) প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন। তিনি দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
ইউয়ান ও রুপিতে পরীক্ষামূলক লেনদেনের পরামর্শ মোমেনের
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস