X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়ার ভিসা সহজ করার আহ্বান ঢাকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ০১:২৭আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০১:২৭

বাংলাদেশে অস্ট্রিয়ার আবাসিক মিশন না থাকায় দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করতে বিকল্প ব্যবস্থা নিতে এবং ঢাকায় একটি আবাসিক মিশন প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা ওয়েজার এবং পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্রদূত ওয়েজার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন এবং ভিয়েনার নির্দেশে অধীনে অস্ট্রিয়া একটি কার্যকর সমাধানের পথ খুঁজে বের করবে বল আশস্ত করেন। 

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। 

এই উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের জন্য একটি যুক্তিসঙ্গত সময়সীমার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

উপদেষ্টা তৌহিদ আরও উল্লেখ করেন যে, সংস্কার কমিশনের রিপোর্টগুলো ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। 

এ ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি এবং ইইউ জিএসপি অগ্রাধিকারমূলক ট্রেড স্কিমের জন্য যোগ্যতা অর্জনের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

উভয়পক্ষ প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

তৌহিদ হোসেন বলেন, ‘উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের অঙ্গীকারের পাশাপাশি অভিযোজন এবং প্রশমনের জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’

টেকসই সমাধান অর্জনে সবুজ ও জলবায়ু-বান্ধব প্রযুক্তির অর্থনৈতিক কার্যকারিতা অপরিহার্য বলে রাষ্ট্রদূত ওয়েজার সম্মত হন। রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্প্রসারিত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক অন্বেষণে অস্ট্রিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর বিমানবন্দর বন্ধ
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর বিমানবন্দর বন্ধ
বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়
বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর