X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বুলগেরিয়া ও রোমানিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা মিলবে যেসব দেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:১০

ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া অবস্থিত বুলগেরিয়া দূতাবাস থেকে ১২২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়ার দূতাবাস থেকে দেশটির ভিসা মিলতে পারে।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে দিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা পাওয়ার জটিলতা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনও দেশে অবস্থিত দূতাবাস থেকে ভিসা আবেদনের অনুরোধ জানিয়েছে। এতে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরিয়া দূতাবাস থেকে ১২২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা দিতে সম্মত হয়েছে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘রোমানিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত দূতাবাস থেকে ভিসা দিতে সম্মত হয়েছিল। যদিও কিছুদিন পড়ে তা আবার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি সুরাহার জন্য রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান।’

তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের অনুরোধে কাজাখিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চ শিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাক দূতাবাসের ভিসা দিতে সম্মত হয়েছে। বুলগেরিয়া ভিএসএফর মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে সম্মত হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন।’

 মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইতালির পররাষ্ট্র  মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশকে ‘ইনভেস্ট ইয়োর ট্যালেন্ট’ শীর্ষক প্রোগ্রামের দশম এডিশনে যুক্ত করেছে। এই প্রোগ্রামের আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা ইতালিতে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ৯ মাসের একটি বৃত্তি পাবেন এবং শিক্ষা ক্ষেত্রের সঙ্গে প্রাসঙ্গিক একটি ইতালীয় প্রতিষ্ঠানে তিন মাস ইন্টার্নশিপ করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্সড টেকনোলজিস, ম্যানেজমেন্ট ও আর্কিটেকচার ডিজাইন– এই তিনটি ক্ষেত্রে মাস্টার্স ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এই প্রোগ্রামে অন্তর্ভুক্তি বাংলাদেশ ইতালির ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন।

তিনি আরও জানান, সৌদি আরব ভ্রমণের জন্য কিছু টিকাদানের প্রয়োজন দেখা দিয়েছে। দেশটি সম্প্রতি কয়েক ধরনের টিকা বাধ্যতামূলক করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেবিচকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরাহ ভিসা কিংবা যেকোনও ভিসায় উমরাহ পালনের জন্য ভ্রমণকারী এবং ভিজিটিভিসায় ভ্রমণকারীদের জন্য কমপক্ষে ১০ দিন আগে ম্যানিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। যদি বিগত তিন বছরের মধ্যে এই টিকা নেওয়া হয়ে থাকে তাহলে পুনরায় টিকা নিতে হবে না। এছাড়া অন্য একটি ক্ষেত্রে সৌদি সরকার সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে, যেসব যাত্রী পোলিও সংক্রমিত দেশগুলো থেকে আসছেন বা ট্রানজিট করছেন তারা টিকা নিয়েছেন কিনা, এটি নিশ্চিত করতে হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
মিয়ানমারের ৪০ নাগরিককে ফেরত পাঠালো বাংলাদেশ
সর্বশেষ খবর
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত