X
রবিবার, ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৫

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রমজানকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে মার্চ ও এপ্রিলে দেড় লাখ টন করে মোট ৩ লাখ টন চাল দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলন, ‘রোজায় সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি নিয়েছে সরকার। এই কার্যক্রম যেন সঠিকভাবে হয়, তা তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ‘প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করবো, অন্তর্বর্তী সরকারের সময়ে যে নির্বাচন হবে প্রশাসনের হাত দিয়ে সেটা ভালো নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘দেশে যতগুলো গ্রহণযোগ্য ও বিতর্কিত নির্বাচন হয়েছে, তার সবই করেছে প্রশাসন। তাদের যেভাবে ব্যবহার করা হবে, তারা সেভাবেই কাজ করবে। অন্তর্বর্তী সরকার তাদের অপরাধ কর্মে ব্যবহার করবে না। একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর অন্তর্বর্তী সরকার।’

ভূমি সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে। জমির মিউটিশনের কাজ ডিজিটাল করার কাজও চলমান। ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিরা যাতে এ কাজে সহায়তা করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
মাসব্যাপী সবার জন্য বিনামূল্যে ইফতার, প্রশংসায় ভাসছেন তারা
রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেক করা হতে পারে
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ৬০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
দিল্লিতে অবৈধ বসবাসের দায়ে একাধিক বাংলাদেশি গ্রেফতার
দিল্লিতে অবৈধ বসবাসের দায়ে একাধিক বাংলাদেশি গ্রেফতার
এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালীতে
এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালীতে
সর্বাধিক পঠিত
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রংপুরে জিএম কাদেরজাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ