X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

শতাধিক বিনিয়োগকারী নিয়ে ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ১৯:৪০আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:৪০

শতাধিক বিনিয়োগকারীর একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে প্রতিনিধি দলটি ঢাকায় এসে পৌঁছাবে। এর ফলে দেশে চীনের বিনিয়োগ বাড়ার উজ্জল সম্ভাবনা আছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-চীন ৫০ বছর সম্পর্ক: নতুন উচ্চতার দিকে’ শীর্ষক এক সেমিনারে চীনের রাষ্ট্রদূত একথা জানান।

তিনি বলেন, ‘চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এই মাসের শেষে ১০০ জনেরও বেশি চীনা বিনিয়োগকারীকে বাংলাদেশ সফরের নেতৃত্ব দেবেন। সফরের সময়, উভয় পক্ষ একটিক বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে। সেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোগ অংশগ্রহণ এবং আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে।’

রাষ্ট্রদূত জানান, বছরের পর বছর ধরে চীনের উদ্যোগগুলো বাংলাদেশের জন্য সাড়ে ৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। চীন বাংলাদেশে ৮টি রেলপথ, ১২টি রাস্তা, ২১টি সেতু, ৩১টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।

তিনি বলেন, ‘এখন সপ্তাহে ঢাকায় চীনের ৬৮টি ফ্লাইট পরিচালিত হচ্ছে, যা ১৩ হাজারের বেশি যাত্রী পরিবহন করে, যা আমাদের দুই দেশকে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করছে। এটা শুনে ভালো লাগছে যে, কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান রুটও শিগগিরই চালু হতে চলেছে।’

রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘চীন এর সঙ্গে জড়িত নয়। আমি যতদূর বুঝি— জাতিসংঘের একটি এজেন্সি রাখাইন প্রদেশে সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তা দেওয়ার জন্য এটির উদ্যোগ নিযেছে।’

তিস্তা নদী প্রকল্প নিয়ে তিনি বলেন, ‘তিস্তা প্রকল্পে কাজ করতে চীন আগ্রহী। আমরা আমাদের সহায়তা দেওয়ার জন্য তৈরি। এখন এটি বাংলাদেশের সিদ্ধান্ত— কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
পতেঙ্গার লালদিয়ায় বিনিয়োগ করবে নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস: আশিক চৌধুরী
মার্কিন শুল্ক সমস্যা ন্যায্যতার মাধ্যমে সমাধান করা দরকার: চীনের রাষ্ট্রদূত
পাকিস্তানে ভারতের বিমান হামলা ‘দুঃখজনক’: চীনের রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
আবদুল হামিদের দেশত্যাগ, তদন্তে কমিটি
আবদুল হামিদের দেশত্যাগ, তদন্তে কমিটি
ভারত-পাকিস্তান সংঘাতে শান্তি আলোচনার উদ্যোগ কোথায়?
ভারত-পাকিস্তান সংঘাতে শান্তি আলোচনার উদ্যোগ কোথায়?
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান অভিবাসন খাতের সুশীল সমাজের
সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান অভিবাসন খাতের সুশীল সমাজের
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২