X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

গণমাধ্যমে বৈশাখী ভাতা দাবি সাংবাদিক সংগঠনগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ২০:৫০আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২০:৫০

পহেলা বৈশাখ

গণমাধ্যম কর্মীদের অবিলম্বে বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) চট্টগ্রাম, খুলনা, বগুড়া, দিনাজপুর ও কক্সবাজারসহ দেশের সব সাংবাদিক সংগঠন। সোমবার (১১ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান তারা।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, বাঙালির প্রাণের সার্বজনীন উৎসব নববর্ষকে আরও আনন্দময় করে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার বৈশাখী ভাতা (বাংলা নববর্ষ ভাতা) চালু করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের শতকরা ২০ ভাগ হিসাবে বৈশাখী ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সব বেসরকারি প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমে একই হারে বৈশাখী ভাতা চালুর অনুরোধ জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের সব সংবাদপত্র ও গণমাধ্যমে অবিলম্বে এবার ১৪২৩ সন থেকে বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। তারা মনে করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ ধরনের পদক্ষেপ নিলে মালিক তথা ব্যবস্থাপনা পরিষদের সঙ্গে সাংবাদিক ও সংবাদকর্মীদের সম্পর্ক আরও উষ্ণ হয়ে উঠবে। যা কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে ও দায়িত্বশীলতা তৈরি করবে।

আরও খবর পড়ুন-

বিধিনিষেধ বৈশাখের অনুষ্ঠান নিয়ন্ত্রণে নয়: আছাদুজ্জামান 

বিবৃতিদাতারা হলেন- বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি এ এস এম জাহিদ, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এম এ রউফ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (ডিপিইউজে) সভাপতি ওয়াহিদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের (সিবিইউজে) সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সারোয়ার সোহেল, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি কাজী ইয়াসিন, সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন পন্টি, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আহ্বায়ক তৌহিদুর রহমান।

আরও খবর পড়ুন- 

বর্ষবরণে সাদা-লাল পোশাক ঐতিহ্য নয়, কেবলই ফ্যাশন

 

/এফএস /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক মেয়র আইভীকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, এলাকাবাসীর বিক্ষোভ 
সাবেক মেয়র আইভীকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, এলাকাবাসীর বিক্ষোভ 
যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
যাদের ক্ষমতায় বসিয়েছি, তারা মানুষের পালস বুঝতে পারেনি: হাসনাত আবদুল্লাহ
যাদের ক্ষমতায় বসিয়েছি, তারা মানুষের পালস বুঝতে পারেনি: হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ