X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বর্ষবরণে বর্ণিল আয়োজন মিনা ট্রাস্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৬, ১১:৫৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২০:৩৩


মীনা ট্রাস্ট আয়োজিত বর্ষবরণ উৎসবে সংগীত পরিবেশন করছেন আমিনা আহমেদ বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল আয়োজন করেছে মিনা ট্রাস্ট। গানে গানে নতুন বছরের নতুন প্রভাতে মুগ্ধ করেছে দর্শকদের। রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল প্রাঙ্গনে অশ্বথ গাছের নিচে তৈরি মূল মঞ্চে গান পরিবেশন করেন শিল্পীরা। স্কুলটির মাঠে বসেছে মেলা।

সকাল আটটায় গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। গান, আবৃত্তি ও নাচ দিয়ে সাজানো হয় বর্ষবরণের অনুষ্ঠান। পুরো আয়োজনে গান পরিবেশন করেন আমিনা আহমেদ, তপন মাহমুদ, পীযূষ বড়ুয়া, গোলাম হায়দার, মামুন জাহিদ, দেবলীনা সুর, ছন্দা চক্রবর্তী, শফিকুর রহমান, প্রমোদ দত্ত, রুবা মজুমদার, সাদিয়া শরিফ বৈশাখী, ড. মিন্টু কৃঞ্চ পাল, তাপস দত্ত। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্য নিকেতন ডান্স গ্রুপ।


মীনা ট্রাস্ট আয়োজিত বর্ষবরণ উৎসবে  নৃত্য পরিবেশন স্কুল মাঠের মেলায় ছিল শিশুদের জন্য নাগর দোলা, চরকাসহ নানা আয়োজন। এছাড়া, মাঠের চারপাশে স্টলগুলোতে ছিল নানা আয়োজন। এই আয়োজনে অংশ নিতে নানা শ্রেণী, পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। আগত দর্শনার্থীরা বর্ণিল আয়োজনে যোগ দিয়েছেন রঙিন পোশাক পরে। সবার মুখে  উচ্ছ্বাস।  মন্ত্রমুগ্ধ হয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা।

মীনা ট্রাস্ট আয়োজিত বর্ষবরণ উৎসবে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদসহ পরিবারের সদস্যরা বর্ষবরণের এ  আয়োজন প্রসঙ্গে মিনা ট্রাস্টের  প্রেসিডেন্ট  আমিনা আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ উৎসব বাঙ্গালিদের উৎসব।নতুন প্রজন্ম এখন এসব বাংলা সংস্কৃতি যাতে ভুলে না যায়, সেজন্য প্রতি বছর আমরা এ আয়োজন করে আসছি। আমাদের ভাষা, আমাদের গান, আমাদের সংস্কৃতি  সম্পর্কে নতুন প্রজন্মকে আগ্রহী করতে এ ধরণের আয়োজন আরও  বেশি  প্রয়োজন।’

 /সিএ /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
‘মেসেজ দিতে রিকশা ভাঙা হয়েছিল, আয়ের বিকল্প ব্যবস্থা করা হবে’
‘মেসেজ দিতে রিকশা ভাঙা হয়েছিল, আয়ের বিকল্প ব্যবস্থা করা হবে’
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন