X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

রিজার্ভ চুরি: হ্যাকারদের ‘প্রলুব্ধকারী বাংলাদেশি’কে শনাক্ত করার চেষ্টা

আমানুর রহমান রনি
০৭ মে ২০১৬, ০০:৫৬আপডেট : ০৭ মে ২০১৬, ০১:০৭

রিজার্ভের অর্থ চুরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ‘প্রলুব্ধকারী’ হিসেবে বাংলাদেশের নাগরিক জড়িত থাকার সন্দেহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই প্রলুব্ধকারীকে শনাক্ত করার চেষ্টা করছে জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত সংস্থা।
শুক্রবার তদন্ত সংশ্লিষ্ট সিআইডির এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের সন্দের তালিকা অনেক বড়। আমরা দেশি ও বিদেশি অনেককেই সন্দেহের তালিকায় রেখেছি। এজন্য ইন্টারপোল আমাদের সহযোগিতা করছে। ইন্টারপোলের ছয় সদস্যের একটি দল টানা তিনদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে। আমরা এখন জানার চেষ্টা করছি কোথায় হ্যাক হয়েছিল, কীভাবে হ্যাক করা হয়েছে এবং বাংলাদেশের কোনও ব্যক্তি এ কাজে প্রলুব্ধ করেছেন কি না।’
অারো পড়তে পারেন: নাটোরে নির্বাচন কর্মকর্তার হাত-পা কেটে ফেলার হুমকি

তিনি বলেন, ‘আমরা তদন্তে অনেক এগিয়েছি। ইন্টারপোল আমাদের কাজে সন্তুষ্ট। তারা জানিয়েছে, আমরা যে কাজ করেছি, তারা হলেও এই একই কাজ করতো। বিশ্বব্যাপী ইন্টারপোলের ব্যাপক অভিজ্ঞতা, তাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি। এসব দিয়ে তারা আমাদের সহায়তা করছে। তারা তাদের মত করে তদন্তও করছে। তারা যদি মনে করে বাংলাদেশের কাউকে জিজ্ঞাসাবাদ করবে, তাহলে তারা তাকেও পিক করতে পারে।’


সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘রিজার্ভ চুরি হয়েছে, ফেরতও পাওয়া গেছে। এই বিষয়টি প্রকাশ্য। এটি তদন্ত করার কিছু নেই। তবে হ্যাককারীর দেশ ও ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি। এক্ষেত্রে বাংলাদেশও সন্দেহের তালিকায় রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা যে কোনও বিষয় সন্দেহ করতে পারেন। আমরাও সব সন্দেহ নিয়ে কাজ করছি।’
তদন্তের অগ্রগতি নেই তাও বলা যাবে না, আবার খুব অগ্রগতি হয়েছে তাও বলতে নারাজ সিআইডির এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘আমরা যেদিন নিশ্চিত হতে পারব কোন দেশে বসে হ্যাক করা হয়েছে, কে করেছে সেইদিনই আমাদের তদন্ত শেষ হবে। সন্দেহের তালিকায় সবাই আছে। তবে নিশ্চিত হওয়া ভিন্ন জিনিস। আমি সন্দেহ করে কারও নাম বলতে চাই না। তথ্য-প্রমাণ নিয়েই নাম প্রকাশ করা হবে।’
সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্টারপোলের ব্রেড মারডেন নামে এক কর্মকর্তার নেতৃত্বে ছয় সদস্যের দলটি মঙ্গলবার রাতে ঢাকায় আসে। তারা বিশ্বব্যাপী কাজ করে। যেহেতু বাংলাদেশে রিজার্ভ চুরির মতো একটি ঘটনা ঘটেছে। তারা সেজন্য ঢাকায় এসেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় কাজ করছেন।’ 

ব্যাংকের কোনও আলামত তারা পরীক্ষা করতে সহায়তা করবে কিনা? এমন প্রশ্নের জবাবে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘তারা যদি মনে করে কোনও ঘটনার তদন্ত নির্দিষ্ট কোনও রাষ্ট্র তদন্ত করলে ভালো হবে, কোনও আলামতের পরীক্ষা যদি অন্য কোনও রাষ্ট্রকে দিয়ে করাতে চায়, তাহলে তারা সেই আলামত ওই সংশ্লিষ্ট রাষ্ট্রকে দিয়ে করাবে।’

আরো পড়তে পারেন: ইউএনওকে পিটিয়ে আহত করলেন ছাত্র ও যুবলীগের কর্মীরা

 

 প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৬৪৮ কোটি টাকা (৮১ মিলিয়ন ডলার) গত ৫ ফেব্রুয়ারি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ওই দেশের রিজাল কমার্স ব্যাংকের ৫ জন গ্রাহকের হিসাবে স্থানান্তর হয়। যুক্তরাষ্ট্রের ব্যাংক অব নিউ ইয়র্ক, সিটিব্যাংক ও ওয়েলস্ ফারগো– এই তিনটি ব্যাংকের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের ব্যাংকে পাঠানো হয়েছিল। এই অর্থ গত বছরের মে মাসে খোলা ৫টি হিসাবে জমা করা হয়েছে। এ হিসাবগুলো ওই মে মাসেই ভুয়া তথ্য দিয়ে খোলা হয়েছিল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সার্ভার হ্যাক করে ৬ হাজার ৯শ’ ৯০ কোটি টাকা (৮৭০ মিলিয়ন ডলার)  ফিলিপাইনের রিজাল কমার্স ব্যাংকে পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ স্থানান্তরের বিষয়টি অস্বাভাবিক মনে করে ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংক অর্থ ছাড় না করার নির্দেশ দেওয়ায় বাংলাদেশ ব্যাংক বড় বিপদ থেকে রক্ষা পায়। পরে মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। সিআইডিকে তদন্তে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল সহযোগিতা করছে।

 /এআরআর/এজে/আপ-এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
‘গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যা করা হচ্ছে সেটাকে রাজনীতি বলা যায় না’
‘গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যা করা হচ্ছে সেটাকে রাজনীতি বলা যায় না’
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ