X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
গুলশান হামলা

প্রস্তুত আর্মি স্টেডিয়াম, অপেক্ষা শ্রদ্ধা নিবেদনের

জাকিয়া আহমেদ, আর্মি স্টেডিয়াম থেকে
০৪ জুলাই ২০১৬, ০৯:১৮আপডেট : ০৪ জুলাই ২০১৬, ০৯:৫৫

আর অল্প কিছুক্ষণের মধ্যেই বনানীর আর্মি স্টেডিয়ামে শুরু হবে গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ। সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান।
 অনুষ্ঠানের মঞ্চে রাখা হচ্ছে নিহতদের লাশ এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে নিহতদের লাশ স্টেডিয়ামে আনা হয়েছে। অনুষ্ঠানের মূল মঞ্চে লাশের কফিনগুলো রাখা হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে কফিনগুলো ঢেকে দেওয়া হয়েছে। নিহতদের স্বজনেরাও ইতোমধ্যেই স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্বজনদের অপেক্ষা জানা গেছে, সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি হলেও পুলিশসহ সরকারের অন্যান্য বাহিনীর সদস্যদের এলাকায় মোতায়েন করা হয়েছে। নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, মন্ত্রিসভার সদস্য ও তিন বাহিনীর প্রধানেরা শ্রদ্ধা জানাবেন।

এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য আর্মি স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়া হবে। বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নিহতদের মরদেহে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন বলে প্রধানমন্ত্রীর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। এ সময়ে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরাও সন্ত্রাসী হামলায় নিহদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

 অনুষ্ঠানের মঞ্চ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিক্যাটসহ প্রমুখ। পাশাপাশি স্টেডিয়ামের গ্যালারীতে উপস্থিত রয়েছেন তিন বাহিনীর প্রধানেরা, পুলিশ কমিশনার, নিহতদের স্বজনেরা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানো শেষে তারা শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায় কয়েকজন সশস্ত্র জঙ্গি। ঘটনার পর অভিযান চালাতে গেলে জঙ্গিদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হন। জঙ্গিরা রাতেই তিন বাংলাদেশিসহ ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। শনিবার সকালে যৌথ বাহিনী ওই রেস্টুরেন্টে কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। একজনকে গ্রেফতার করা হয়। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।

বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়,৭ জন জাপানি ও একজন ভারতীয়। বাংলাদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন।

আরও পড়ুন: গুলশান হামলা : নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন আজ

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা