X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গুলশান হামলার পরিকল্পনা ও প্রস্তুতি দেশেই: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ১৩:২৬আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৫:৪৪

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশান হামলার পরিকল্পনা দেশেই করা হয়েছে। হামলাকারী সবাই দেশি এবং তাদের রিক্রেুটমেন্ট ও প্রশিক্ষণও হয়েছে দেশে। তবে তাদের পেছনে আন্তর্জাতিক মদদ থাকার সন্দেহ পুলিশ উড়িয়ে দিচ্ছে না।

শনিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে রাজধানীর নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

গুলশান হামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হচ্ছে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, পাঁচ-ছয়জন জঙ্গি মিলে গুলশান হামলার মতো এতো বড় ঘটনা ঘটাতে পারে না। এর পেছনে মদদ আছে। আন্তর্জাতিক মদদ থাকতে পারে। আমরা এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না।

তদন্তাধীন বিষয় প্রভাবিত হতে পারে বিবেচনায় তারা এখনই গুলশান হামলার তদন্তে অগ্রগতির বিষয়ে কোনও তথ্য প্রকাশ করছেন না বলেও জানান ডিএমপি কমিশনার।

গুলশান হামলার নেপথ্যে থাকা কয়েকজন ভারতে গ্রেফতার হয়েছে- এ সংক্রান্ত সংবাদের বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে কোনও তথ্য নেই।

হলি আর্টিজান বেকারি থেকে উদ্ধারের পর ‘নিখোঁজ’ আবুল হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খান পুলিশ হেফাজতে আছে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত সংশ্লিষ্টরা এবিষয়ে বলতে পারবে।’

এতো নিরাপত্তা ব্যবস্থার পরও জঙ্গিরা সেখানে ঢুকল কিভাবে? তিনি বলেন, ‘জঙ্গিরা কিভাবে আসল, কিভাবে সেখানে ঢুকল, কিভাবে হামলা করল। সবকিছুর তদন্ত চলছে।’

গত ১৩ জুলাই বিএনপিপন্থী বুদ্ধিজীবী ড. জাফরুল্লাহ জাতীয় প্রেসক্লাবে গুলশান হামলা নিয়ে যেসব মন্তব্য করেন তার সমালোচনা করেন ডিএমপি কমিশনার। বনানী থানার ওসি হয়েও ওসি সালাহউদ্দিন কেন গুলশানে যান সেই প্রশ্ন করেন জাফরুল্লাহ। ওসি সালাহউদ্দিন ওই হামলায় নিহত হন। তার বিরুদ্ধে অনেককে ক্রসফায়ারের অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ। আছাদুজ্জামান বলেন, জাতি তার (জাফরুল্লাহ’র) এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আমিও ঘৃণা ভরে তার বক্তব্য প্রত্যাখ্যান করছি।

কমিশন বলেন, ‘ওই ঘটনায় বনানী থানার সাবেক ওসি দেশের স্বার্থে আত্মহুতি দিয়েছেন। শাহাদৎ বরণ করেছেন দেশের স্বার্থে। তিনি (জাফরুল্লাহ) তার মরনোত্তর বিচার দাবি করেছেন। তিনি বলেছেন সালাহউদ্দিন অনেক মানুষকে ক্রসফায়ার দিয়েছেন এবং সালাহউদ্দিন কিভাবে গুলশান গেলেন, তার প্রশ্ন তুলেছেন তিনি। তার এই ধরণের কুরুচিপূর্ণ বক্তব্য উদ্দেশ্যপ্রনোদিত। তার বক্তব্য দেশবাসীর সঙ্গে আমাদেরও হতবাক করেছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, সেদিন ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন সব অফিসারকে ওয়ারলেসের মাধ্যমে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেই। চারদিকে ঘিরে অভিযান চালাবেন যাতে সন্ত্রাসীরা কোনওভাবে পালাতে না পারে। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর সন্ত্রাসীরা আমাদের ওপর গ্রেনেড ও বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। সবার আগে আমি ঘটনাস্থলে পৌঁছে সামনে থেকে নেতৃত্ব দেই। আমাদের মাঝে একটি গ্রেনেড পড়ে, তখন আমাদের চোখের সামনেই ওসি সালাহউদ্দিন ও সহকারী কমিশনার রবিউল পড়ে যায়। আরও সাতজন পুলিশ সদস্য তখন আহত হয়। তারপরও জীবনবাজি রেখে আমরা অভিযান চালাই।’

কমিশনার বলেন, ‘আমি আহ্বান জানাবো, জঙ্গিদের সহযোগিতা, উসকানি দেওয়া থেকে সবাই বিরত থাকবে। আমরা জনগণের নিরাপত্তা বিধানের জন্য ইতোমধ্যে ব্যাপকভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কাযক্রম চালিয়ে যাচ্ছি। তথ্যভিত্তিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাচ্ছি। দৃশ্যমান পুলিশি ব্যবস্থার পাশাপাশি আমাদের গোয়েন্দা কাযক্রম অব্যাহত আছে। যাতে ভবিষ্যতে এই ধরণের হামলার ঘটনা আর না ঘটে।’

আছাদুজ্জামান বলেন, ‘জঙ্গিদের পৃষ্ঠপোষক ও মদদদাতাদের খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেশি-বিদেশি সব নাগরিকদের নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা কথা বলেছি। তাদের যার যার মতো করে নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছি। আমরা সবাই এক্যবদ্ধভাবে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।’

এই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের বিষয়ে ডিএমপি প্রধান বলেন, ‘কোনও ঘটনায় দায়ের করা মামলা তদন্তাধীন অবস্থায় কোনও মন্তব্য করা যায় না। তাতে মামলা তদন্তে ব্যাঘাত সৃষ্টি হয়। যারা বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদের উসকানি দিচ্ছে, তাদের কোনও সম্পৃক্ততা আছে কিনা, তাও আমরা খতিয়ে দেখব।’

জঙ্গিরা তথ্য গোপন করে বাসাভাড়া নিয়েছে। তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে সব তথ্য রয়েছে। আমরা সেসব তথ্য যাচাই বাছাই করছি। প্রত্যেকের দোষ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১০, ২০ জন জঙ্গি ধরে কোনও লাভ হবে না। এর মূল দেখতে হবে। মূল উৎপাটন করতে হবে।’

কতজনকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এর উত্তরে কমিশনার বলেন, ‘অনেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংখ্যা এই মূহুর্তে বলা যাবে না। তদন্ত চলছে।’

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। ছয় হামলাকারী কমান্ডো অভিযানে মারা যায়।

আরও পড়ুন- 

সরকারি চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়স ৬০ বছর

জাকির নায়েকের চ্যালেঞ্জ

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!