X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ধর্মের প্রকৃত শিক্ষায় নজর দিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৬, ১৩:৩৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৩:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মের প্রকৃত শিক্ষা যাতে মানুষ পান, সেদিকে বিশেষ নজর দিতে মাঠ পর্যায়ের জনপ্রশাসন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আপনারা যারা স্ব স্ব কাজে সরকারের দায়িত্ব পালন করছেন,তারা যাতে ধর্মের প্রকৃত শিক্ষা পান, সেদিকেও নজর রাখতে হবে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনপ্রশাসন পদক-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জঙ্গি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গি কিংবা সন্ত্রাসবাদ যে নামে যেভাবেই আসুক, তা আমাদের দমন করতেই হবে। সেটা আমরা করবো। আমাদের ঘোষণা অনুযায়ী ‘জিরো টলারেন্স টু টেররিজম’ বাস্তবায়ন করতে হবে। কোনও ধরনের জঙ্গি সন্ত্রাস আমরা বাংলার মাটিতে হতে দেবো না। মানুষের শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।

ইসলামের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আমরা মুসলমান,ধর্ম পালন করি। কিন্তু মানুষ খুন করে বেহেস্তে গিয়ে হূর-পরী পাবে, সেটা মোটেও ইসলামের শিক্ষা না।

তিনি বলেন, শান্তি নিরাপত্তা নিশ্চিত করবো। বাংলার মাটিতে জঙ্গি সন্ত্রাস হতে দেবো না।

জনপ্রশাসনের সব কর্মকর্তার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় আসি। নির্ধারিত সে সময় শেষ হয়ে আসছে। সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা যেন দ্রুত সম্পন্ন হয়। এ বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য, জনগণের কল্যাণ ও মঙ্গল কামনা।

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, চাকরির স্বার্থে চাকরি করবেন না, জনগণের সেবা করাই যেন পবিত্র দায়িত্ব হয়,এই লক্ষ্যে কাজ করবেন। কারণ, আপনাদের বেতন আসে খেটে খাওয়া মানুষের টাকা থেকেই।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পেটে পেলে পিঠে সয়’ বলেই প্রায় ১৮৪ ভাগ বেতন-ভাতা বাড়িয়েছি যাতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের উৎসাহ-উদ্দীপনা আসে।

সাধারণ ও কারিগরি দুটি ক্যাটাগরিতে মোট ১১ জন ও দুটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে এই প্রথমবারের মতো জনপ্রশাসন পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

পদক প্রদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উৎসাহ-উদ্দীপনার জন্য এই পদক দেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবীরা যাতে সরকারি চাকরিতে আসতে উদ্যোগী হন, সে কারণেও এই প্রদক প্রদান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, জনপ্রশাসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান, কেবিনেট সচিব শহীদুল আলম, জনপ্রশাসন সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ।
/পিএইচসি/এনএস/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স