X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০৯:২৫আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৪:৩৩

পাঁচ নম্বর সড়কের পাঁচ নম্বর ভবন

নির্ঘুম রাত কাটালেন ক্যলাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ওই ভবনে ঢোকার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এরপর থেকেই ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
কল্যাণপুর মেইন রোড থেকে ৫ নম্বর রোডের চারপাশে এক- দেড় কিলেমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক গাড়ি মোতায়েন করা হয়। তখন জানানো হয় ভোরের সূর্য উঠলেই অভিযান শুরু হবে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর অপারেশন স্টর্ম-টোয়েন্টি সিক্স অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। আরেকজনকে আটক করা হয়।

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা জাহাজ বিল্ডিং নামের পরিচিত ওই বাড়ির পাশের বাড়ির বাসিন্দা এক বেসরকারি সংস্থার কমর্কর্তা জানান, তাদের অফিস থেকে নিরাপত্তা ইস্যুতে নিজ নিজ বাসায় থাকতে বলেছে। এই রাস্তার বাসিন্দারা কেউই স্কুল, কলেজ বা অফিস যেতে পারেননি।

তিনি আরও বলেন, সোমবার রাত সাড়ে ১২টার পর থেকে গোলাগুলির আওয়াজ পেলেও তারা কেউ ঘর থেকে বের হওয়ার সাহাস পাননি।

ওই বাড়ির উল্টা পাশের বাড়ির কেয়ারটেকার বলেন, মূল অভিযানটা হয়েছে ভোর রাতের দিকে হয়েছে। সেসময় তাদের সব লাইট, দরজা, জানালা বন্ধ রাখতে বলা হয়েছিল। ওই ফ্ল্যাটের বাসিন্দাদেরকে মেঝেতে বা অন্য কোনও সাপোর্টে থাকতে বলা হয়।  

আরও পড়ুন: 

কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

 ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

ছবি: সাজ্জাদ

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থনীতি সমিতির সম্মেলন কাল, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
অর্থনীতি সমিতির সম্মেলন কাল, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক
সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত করা হয়
সীমান্তে চাপ বাড়াচ্ছে রাশিয়া, খারকিভ সফরে জেলেনস্কি
সীমান্তে চাপ বাড়াচ্ছে রাশিয়া, খারকিভ সফরে জেলেনস্কি
সর্বাধিক পঠিত
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা