X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
নর্থ সাউথের শিক্ষার্থী

৬ মাস আগে মসজিদে যাওয়ার কথা বলে বাড়ি ছাড়ে রাশিক

আমানুর রহমান রনি
২৭ জুলাই ২০১৬, ২২:২০আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২৩:২০

আকিফুজ্জামান খান রাজধানীর ধানমন্ডির ১১/এ রোডের ৭২ নম্বর ‘ধানমন্ডি প্রাইড’ বাড়ির বাসিন্দা রবিউল হকের ছোট ছেলে তাজ উল হক রাশিক। জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের মাধ্যমে সাত জঙ্গির পরিচয় নিশ্চিত হয়ে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তা গণমাধ্যমকে জানানো হয়। পরে রাশিকের ধানমন্ডির বাড়িতে গেলে সেখানে তার বাবা-মাসহ স্বজনরা থাকেন বলে জানান বাড়ির ম্যানেজার আলমগীর। রাশিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) থেকে পাশ করেন।
আলমগীর বাংলা ট্রিবিউনকে আরও জানান, গত ১০ মাস যাবত তিনি ওই বাড়ির ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। রাশিকের স্বজনেরা ওই বাড়ির তৃতীয় তলার বি-২ নম্বর ফ্ল্যাটে থাকেন। ওই বাড়িতে চাকরি নেওয়ার পর আলমগীর দেখেন রাশিক নামাজ পড়তো। তাকে ভদ্র ছেলে বলেই তার মনে হয়েছে। তবে গত ছয় মাস তাকে আর দেখেননি বলে জানান আলমগীর। সিলেটের একটি কলেজে রাশিক পড়ালেখা করতো বলে জানতেন তিনি।
আলমগীর আরও জানান, রাশিকের বাবা রবিউল হক আগে লন্ডনে ব্যবসা করতে। অসুস্থ হওয়ার পর থেকে তিনি দেশেই থাকেন। রাশিকের বড় ভাই তাজ উল হক রাজীব পেশায় স্থাপতি প্রকৌশলী। বাবা রবিউল হক হার্টের রোগী। তার বাবা প্রায় অসুস্থ হত। তবে রাশিক কখনও তাকে দেখতে আসত না।

জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে জঙ্গিদের আঙুলের ছাপ মিলিয়ে তাদের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে বলে জানান ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।

ওই এ্যাপার্টমেন্ট বাড়ির সেক্রেটারি এম এ জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রাতে বাসায় পুলিশ আসার পর আমি বিষয়টি জানতে পারি। এরপর আমি ওই বাসায় যাই। জানতে পারি গত জানুয়ারিতে মসজিদের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাসায় ফিরে আসেনি। পুলিশ যখন তথ্য ফরম দিতে বলে তখন আমরা সবাই তথ্য ফরম পূরণ করে দেই। আমি জানতাম ছোট ছেলে রাশিক নর্থ সাউথে লেখা পড়া করেছে। সে ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার। আমি জানতাম সে চট্টগ্রামে চাকরি করে।’

রাশিকদের ফ্লরের ডি-৩ ফ্ল্যাটের বাসিন্দা ডা. এহসামুল রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাশিক নর্থ সাউথ থেকে পাশ করেছে। ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার। তারা প্রায় দশ বছর ধরে এই বাড়িতে থাকে। আমরা গতকাল জানতে পেরেছি এই ঘটনার কথা। রাশিকের বাবার আরও বাড়ি আছে। তারা খুব ভালো পরিবার। ছেলেটিকে অনেকদিন ধরে বাসায় দেখিনি।’

এছাড়াও জোবায়ের হোসেন, সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, আব্দুল্লাহ, আবু হাকিম নাঈম, আকিতুজ্জামান খান ও মতিয়ার রহমানের পরিচয় নিশ্চিত হওয়াগেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কল্যানপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয় জঙ্গি নিহত হয়। জঙ্গি আস্তানা থেকে আইসের আদলে তৈরি পতাকা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

/জেইউ/এনএস/এমএসএম/

আপ: এইচকে
আরও পড়ুন: নিহত ৯ জঙ্গির ৭ জনের পরিচয় মিলেছে


সম্পর্কিত
সর্বশেষ খবর
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইই্উ’র নিষেধাজ্ঞাকে ভণ্ড বললেন পুতিন মিত্র
ইই্উ’র নিষেধাজ্ঞাকে ভণ্ড বললেন পুতিন মিত্র
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির