X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যে সেলফি এখন শুধুই স্মৃতি

জাকিয়া আহমেদ
২৯ আগস্ট ২০১৬, ১৮:০৮আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৮:৩০

বান্ধবীর সঙ্গে রিশার সেলফি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বান্ধবীর সঙ্গে রিশার একটি সেলফি এরই মধ্যে  ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে,স্কুল পোশাক পরা দুই বান্ধবী হাসিমুখে পোজ দিয়েছে ক্যামেরার সামনে। ছবিটি শেয়ার করেছেন অনেকেই, লিখেছেন- ‘উই উইল ফাইট ফর রিশা (আমরা রিশার জন্য যুদ্ধ করবো)।’

রিশা হত্যার প্রতিবাদে সতীর্থদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

ও খুব গান শুনতে পছন্দ করতো। গুণগুণ করে গাইতো। খুব ভালবাসতো ছবি তুলতে। নতুন ফোন কিনলেই সেটায় সেলফি তুলতে চাইতো। আমরা ওকে ক্ষেপাতাম সেলফি কুইন বলে। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে রিশার বন্ধু সারা। সারা জানায়, ‘বন্ধুদের যতো প্রোগ্রাম হতো সেখানে সবার চেয়ে বেশি ছবি থাকতো ওর। এমন মেয়েটাকে কী নৃশংসভাবে মারলো ছেলেটা।’

উল্লেখ্য, গত বুধবার (২৪ আগস্ট) উইলস ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর  রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়। ঘাতক ওবায়দুলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রিশার ঘাতক ওবায়দুলকে ধরিয়ে দিতে ফেসবুকে পোস্ট দিয়েছে তার সহপাঠীরা

আজ ২৯ আগস্ট কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের ভেতরেও টাঙানো রয়েছে রিশার ছবি। স্কুলের সামনে-পেছনের দুই গেইটে রিশার হাস্যোজ্জ্বল ছবি দিয়ে কালো কাপড়ে লেখা রয়েছে, ‘সুরাইয়া আক্তার রিশার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা ঘাতকের দৃষ্টান্তমূলক বিচার চাই’-উইলস পরিবার। স্কুলের ভেতরে রিশা স্মরণে পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।

‘খুব হাসি-খুশী আর প্রাণোচ্ছল মেয়ে ছিল রিশা, খুব চঞ্চল।’ নিজের মনে আবার বলেন, ‘এই বয়সের মেয়েতো চঞ্চলই হবে।’ রিশার ছবির সামনে দাঁড়িয়ে ছবির দিকে তাকিয়ে বলছিলেন ষষ্ঠ শ্রেণিতে রিশাকে পড়ানো গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ফাতিমা শাহীন। তিনি বারবার শাড়ির আঁচলে চোখ মুছছিলেন, ‘মেয়েটা এত ভালো ছিল,সেই মেয়েটা কোথায় চলে গেল।’ বলতে বলতে চোখের পানি লুকাতেই বোধহয় চলে গেলেন অন্যদিকে।

নাম প্রকাশে অনিচ্ছুক রিশার দুই বন্ধু বাংলা ট্রিবিউনকে জানায়, বাপ্পার (বাপ্পা মজুমদার) গান ওর পছন্দ ছিল। পছন্দ করতো সঞ্জীব চৌধুরীর গানও। রিকসায় উঠলেই গান গাইতো, রিকসা কেন আস্তে চলে না…।

রিশার বোন তিশা (ডানে)

রিশার ছোট বোন রোদেলা আক্তার তিশা বাংলা ট্রিবিউনকে জানায়, ‘আপু যেখানে যেত সেখানেই ছবি তুলতো, কোথাও খেতে গেলে প্রতিটি আইটেমের আলাদা আলাদা ছবি তুলতো।’ পাশ থেকে রিশার বাবা রমজান হোসেন বলেন, ‘মেয়ের ছবি তোলার শখ দেখে আমি ডিজিটাল ক্যামেরা কিনেছি, সেখানে কত-শত ছবি। আমার রিশার নতুন আর কোনও ছবি হবে না। আমার ক্যামেরা আর কার জন্য রাখবো আমি।’ বলেই আর্তনাদ করতে থাকেন রিশার বাবা।

এপিএইচ/

আরও পড়ুন:

ছুরিকাহত রিশার সঙ্গে যে আচরণ ছিল স্কুল কর্তৃপক্ষের

২৪ ঘণ্টার মধ্যে রিশার হত্যাকারীকে ধরতে উকিল নোটিশ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া