X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ‘জঙ্গিদের’ পরিচয় মেলেনি

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৯:৩৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২০:১২

টাঙ্গাইলের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র

টাঙ্গাইলের কাগমারার জঙ্গি আস্তানা থেকে দুটো আগ্নেয়াস্ত্রসহ, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সকালে কাগমারার মির্জামাঠ এলাকার একটি তিনতলা বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

র‌্যাব-১২ এর কমান্ডার অ্যাডিশনাল ডিআইজি মো. শাহাবুদ্দিন খান বিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করা এ অভিযান বিকেল তিনটার দিকে শেষ হয়।

অভিযান শেষে মো. শাহাবুদ্দিন খান বিপিএম সাংবাদিকদের বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারি ওই এলাকার একটি বাসায় জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছে। এটি জানার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান করে নিশ্চিত হই এবং বাসাটিও চিহ্নিত করা হয়। এরপর আজ সকালে বাড়িটি ঘিরে ফেলা হয়।’

টাঙ্গাইলে ঘটনা অবহিত করছেন র‌্যাব-১২ এর কমান্ডার অ্যাডিশনাল ডিআইজি মো. শাহাবুদ্দিন খান বিপিএম

তিনি দাবি করেন, ‘আমাদের অপারেশনাল টিম বাড়িটির ভেতরে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে র‌্যাব সদস্যদের উদ্দেশ্য করে জঙ্গিরা গুলি বর্ষণ করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করলে দুইজন জঙ্গি নিহত হয়।’

তিনি আরও বলেন, ‘বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ভবনে প্রবেশ করে। পরে তাদের কক্ষ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১০টি চাপাতি, ১২ রাউন্ড গুলি, একটি ড্যাগার, একটি চাকু, ২ টি ল্যাপটপ ও নগদ ৬৪৯৬২ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহত জঙ্গিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তারা ছাত্র পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিল।

কমান্ডার মো. শাহাবুদ্দিন আরও জানান, আজহার আলী মাস্টারের তিনতলা বাড়ির নিচতলায় গত ২৭ সেপ্টেম্বর নিহত জঙ্গিরা ছাত্র পরিচয় দিয়ে বাসা ভাড়া নেওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করে আসে এবং পরদিন তারা ওই বাসায় উঠে পড়ে। বাড়ির মালিক আজহার আলী মাস্টারকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সরিয়ে নেওয়া হচ্ছে নিহত এক জঙ্গির মরদেহ

এদিকে বাসার মালিক আজাহারুল ইসলাম জানান, টাঙ্গাইলে থেকে পড়াশোনার কথা বলে দুই জন ছেলে অক্টোবরের ২৭ তারিখে বাসা ভাড়া নিতে চায়। পরের দিন তারা বাসায় ওঠে। ভাড়া দেওয়ার সময় তাদের কাছে পরিচয় পত্র চাইলে তারা আমার কাছে সাত দিন সময় চায়। এরপর আমি তাবলিগে চলে যাই। আজ আসার পর জানতে পারি তারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে গোলাগুলির কথা শুনে ঘটনাস্থলে এসে দেখি দুই জন জঙ্গি মারা গেছে। যারা মারা গেছে তারা নাকি কয়েকদিন আগে এখানে উঠছে। তাই তাদের আমরা চিনি না।

/টিএন/

আরও পড়ুন:

গাজীপুরের ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত ৭ জনের ছবি প্রকাশ

একদিনে দুই জেলায় ১১ ‘জঙ্গি’ নিহত

অপারেশন শরতের তুফান: আত্মসমর্পণ করতে বলায় পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা

সাভারেও চলছে জঙ্গিবিরোধী অভিযান

হাড়িনালের জঙ্গি আস্তানায় নিহতদের পরিচয় মিলেছে, পাওয়া গেছে একে-২২

পাতারটেকে ‘অপারেশন শরতের তুফানে’ ৭ ‘জঙ্গি’ নিহত

জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান গাজীপুরে

ছাত্র পরিচয়ে কাগমারার বাড়িটি ভাড়া নেয় ২ ‘জঙ্গি’

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনমুখী তৎপরতায় আওয়ামী লীগ ও ১৪ দল
চীনমুখী তৎপরতায় আওয়ামী লীগ ও ১৪ দল
কুলখানির দাওয়াত খাওয়া নিয়ে হামলায় নিহত ১
কুলখানির দাওয়াত খাওয়া নিয়ে হামলায় নিহত ১
রেফারির সঙ্গে কথা বলার অনুমতি পাবেন কেবল অধিনায়ক
রেফারির সঙ্গে কথা বলার অনুমতি পাবেন কেবল অধিনায়ক
স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কতা মন্ত্রণালয়ের
স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কতা মন্ত্রণালয়ের
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ